Date : 2024-05-09

প্যারালিম্পিক্সে সোনা সুমিত-অবনির, জয়জয়কার ভারতের

তথাগত চ্যাটার্জি, নিউজ ডেস্ক : প্যারালিম্পিক্সে যেন স্বপ্নের দৌড়ে রয়েছে ভারত। রবিবার প্যারালিম্পিক্সে তিন 3টি পদক ঘরে তুলেছিল ভারত। সাফল্যের সেই দৌড় জারি রইল সোমবারও। সোমবার প্রথম মহিলা আথলিট হিসেবে এয়ার রাইফেল ইভেন্টে সোনা জেতেন অবনী লেখারা। তাঁর সঙ্গে ডিসকাস থ্রো-তে 56 বিভাগে রুপো জিতলেন যোগেশ কাঠুনিয়া। এদিন কোয়ালিফিকেশন রাউন্ড সহজেই পেরিয়ে যান তিনি। ফাইনাল রাউন্ডে 249.6 পয়েন্ট স্কোর করেন তিনি। যা বিশ্বরেকর্ড।

সোনাজয়ী অবনীর পরেই নাম রয়েছে চিনের কুইপিং ঝ্যাংয়ের। শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও টুইট করেছেন বিশ্ববিখ্যাত আথলিট অভিনব বিন্দ্রা। এ তো গেল অবনির সোনা জয়ের কাহিনী। সোমবার দুপুরে স্বর্ণপ্রাপ্তি হয় আরেক ভারতীয়র। জ্যাভলিন থ্রোয়ে দেশকে সোনা এনে দিয়েছেন সুমিত আন্টিল।

এস সিক্সটি ফোর 68.55 মিটার ছুড়ে বিশ্বরেকর্ড গড়লেন তিনি। পুরুষদের এফ-64 বিভাগে 66.95 মিটার জ্যাভলিন ছুড়ে প্রথম রাউন়্ড শেষ করেছেন তিনি। ভেঙে দিয়েছেন 68.08 মিটার। পঞ্চম দফার থ্রো-তেই তিনি সোনা মুঠোয় আনেন। সব মিলিয়ে এই মুহুর্তে প্যারালিম্পিক্সে অসাধারণ ছন্দে রয়েছে ভারত।