Date : 2024-05-02

Subrata Paul: ফুটবল থেকে অবসর নিলেন সুব্রত পাল

ফুটবল থেকে অবসর নিলেন সুব্রত পাল। দীর্ঘ দিন ইস্টবেঙ্গল মোহনবাগানের জার্সি চাপিয়েছেন। জাতীয় দলের এক সময়ের অপরিহার্য অঙ্গ হয়ে উঠেছিলেন। খেলেছেন আইএসএলের ক্লাবে হায়দরাবাদ, মুম্বই, নর্থইস্ট, জামশেদপুরেও। তিনি খেললে নিশ্চিন্তে ঘুমোতে পারতেন ডিফেন্ডাররা। সবুজ মেরুনের হয়ে এক অভিশপ্ত রাতের কথা এখনও হয়ত মনে রয়েছে তার। ফেডারেশন কাপের ফাইনালের ডেম্পোর বিপক্ষে ম্যাচে তার সঙ্গে ধাক্কায় লুটিয়ে পড়েন ব্রাজিলিয়ান ফুটবলার জুনিয়র। এরপর প্রাণ হারান জুনিয়র। সেই সময় দুঃস্বপ্নের মতোই কেটেছিল মিষ্টুর কাছে। কিন্তু শান্ত স্বভাবের মিষ্টু চাপের মুখেও হেরে যাননি। ফুটবলকেই অস্ত্র করে এগিয়ে চলেছেন। তার অতন্দ্র গোলরক্ষনের সৌজন্যে বহু ট্রফি জিতেছে ক্লাব এবং জাতীয় দল। এশিয়ান কাপের ম্যাচে অস্ট্রেলিয়া-কোরিয়ার বিপক্ষে নিশ্চিত হাফ ডজন গোল খাওয়া থেকে বাচিয়েছিলেন জাতীয় দলকে। বাধ্য হয়ে অস্ট্রেলিয়ার সর্বকালের সেরা তারকা টিম ক্যাহিলও প্রশংসা করেছিলেন ভারতীয় দলের এই তারকার। সন্দিপ নন্দি পরবর্তী যুগে সুব্রত পালের মতো পারফরমেন্স খুব কম গোলরক্ষকই দেখিয়েছেন। বর্তমানে গুরপ্রিত সিং সান্ধু থাকলেও, যারা সুব্রত পালকে নিজের সেরা সময় দেখেছেন তারা জানেন বহু কঠিন প্রতিপক্ষের বিপক্ষে তার বিশ্বস্ত হাতই বাচিয়ে দিয়েছে দলকে। অনেক অনেক অবিশ্বাস্য সেভ থেকে নিশ্চিত গোলও অবলিলায় তালুবন্দি করার ক্ষমতা ছিল এই ছেলেরা। ভারতীয় ফুটবলের স্পাইডারম্যান সুব্রত শেষ পর্যন্ত গ্লাভস তুলে রাখার সিদ্ধান্ত নিলেন।