Date : 2024-04-26

Paul Pogba: চার বছরের জন্য নির্বাসিত হতে পারেন ফরাসি ফুটবলার পল পোগবা

চার বছরের জন্য নির্বাসিত হতে পারেন ফরাসি ফুটবলার পল পোগবা। সেপ্টেম্বরে জুভেন্তাসের ম্যাচ ছিল সেরি -এতে উডিনসের বিপক্ষে। সেই ম্যাচের পরই পল পোগবাকে ডোপ টেস্ট করা হয়। এপরই তার নমুনায় নিষিদ্ধ মাদক টেস্টোস্টেরনের প্রমাণ মেলে। তারপর থেকেই নির্বাসিত রয়েছেন ফরাসি ফুটবল তারকা। ইতালির অ্যান্টি ডোপিং এজেন্সির তরফে এই পরীক্ষা করা হয়েছিল। এরপরই ইতালির ক্রীড়া নিয়ামক সংস্থার তরফে তাকে চার বছরের জন্য নিষিদ্ধ করার প্রস্তাব পেশ করা হয়েছে। দ্বিতীয়বার তার নমুনা পরীক্ষাতেও ডোপিংয়ের প্রমাণ মেলে। এরপরই তার শাস্তি কার্যত পাকা হয়ে যায়। 2018 সালে ফ্রান্সের বিশ্বকাপ জয়ের পিছনে বহু অবদানই ছিল এই ফরাসি মিডফিল্ডারের। ফাইনাল ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে অনবদ্য গোলও করেছিলেন পল পোগবা। এরপর ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ঘুরে ইতালির ক্লাব জুভেন্তাসের যোগদান করেন পোগবা। কয়েক বছর কাটানোর পরই চোটে চোটের জর্জরিত হয়ে পড়েন বিশ্বকাপজয়ী এই তারকা ফুটবলার। জুভেন্তাসও সাময়িকভাবে নির্বাসিত করেছে পোগবাকে। এদিকে ওয়াডাও আরও একবার পরীক্ষা করতে চলেছে পোগবার নমুনা। সেই নমুনা পরীক্ষার পরই বোঝা যাবে পোগবার শরীরে নিষিদ্ধ টেস্টোস্টেরন ড্রাগের পরিমাণ ঠিক কতটা রয়েছে। এরপরই এই ফরাসি তারকার শাস্তির মেয়াদ ঘোষণা হতে পারে। ফলে ঘরে বাইরে প্রবল সমস্যায় রয়েছেন পোগবা।