Date : 2024-04-29

Copa America: 2024 কোপা আমেরিকার গ্রুপ বিন্যাস

2024 কোপা আমেরিকার গ্রুপ বিন্যাস হয়ে গেল। মোট 16টি দল নিয়ে আগামি বছরের জুন মাসে বসছে কোপার আসর। আমেরিকা এবং মেক্সিকোতে বসতে চলেছে 2024 কোপা আমেরিকার আসর। চারটি আলাদা গ্রুপ করা হয়েছে কোপা আমেরিকার জন্য। এই কোপা আমেরিকায় মাঠে নামতে চলেছেন লিওনেল মেসি, নেইমাররা। মেসি যদি আগামি বিশ্বকাপে খেলেন তাহলে খুবই ভালো। অন্যথায় এটাই শেষ আন্তর্জাতিক প্রতিযোগিতা হতে পারে তাঁর। কোন গ্রুপে কারা কারা রয়েছেন, দেখে নেওয়ার যাক একঝলকে-
কোপার গ্রুপ এ -আর্জেন্তিনা – পেরু -চিলি – প্লে অফের জয়ী দল
কোপার গ্রুপ বি -মেক্সিকো – ইকুয়েডর – ভেনিজুয়েলা – জামাইকা
কোপার গ্রুপ সি -মার্কিন যুক্তরাষ্ট্র – উরুগুয়ে – পানামা – বলিভিয়া
কোপার গ্রুপ ডি -ব্রাজিল- কলম্বিয়া – প্যারাগুয়ে – প্লে অফের জয়ী দল
কোপা আমেরিকার গ্রুপ ডিয়ের লড়াই কিছুটা কঠিন। কারণ সেই গ্রুপে ব্রাজিল, কলম্বিয়ার সঙ্গে রয়েছে প্যারাগুয়েও। তুলনামুলক সহজ গ্রুপে পড়েছে লিওনেল মেসির আর্জেন্তিনা।