সায়ন্তিকা ব্যানার্জি, সাংবাদিক: একেবারে রেকর্ড গরমের সম্মুখীন শহর কলকাতা। মঙ্গলবার দুপুরে কলকাতার তাপমাত্রা ছুয়ে ফেলল ৪৩ডিগ্রির ঘর। ১৯৮০ সালের পর এই প্রথম কলকাতার তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছল।
তীব্র দাবদাহে নাজেহাল জনজীবন। প্রবল গরমে সুনসান রাস্তাঘাট। গাড়িঘোড়া থেকে জনমানুষের দেখা সেভাবে নেই বললেই চলে। তারমধ্যে আজ যে ভয়াবহ অবস্থার সম্মুখীন হল তাতে সানস্ট্রোক যে কোন মুহুর্তে যে কারোর হতে পারে
আগামী রবিবার রাজ্যের কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। সোমবারও তেমনই পরিস্থিতি জারি থাকতে পারে। তবে, রাজ্যের সর্বত্র নয়, কয়েকটি জায়গাই কেবল বারিধারার সাক্ষী হতে পারে, অন্তত তেমনটাই দেখাচ্ছে আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট। তবে শনিবার পর্যন্ত রাজ্যের উত্তরতম দু’টি জেলা বাদ দিলে বাকি সর্বত্র তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
উনিশ শতকের গোড়াতেও রেকর্ড ভাঙা গরম পড়েছিল বঙ্গে। ১৯০২ সালের ২ এপ্রিল কলকাতার পারদ ছুঁয়েছিল ৪৩.৩ ডিগ্রি সেলসিয়াস। এর পর ১৯৫৪-র এপ্রিলে একইরকম দাবদাহের শিকার হয়েছিল কলকাতা। সেবারও রেকর্ড গড়ে তাপমাত্রার পারদ ছুঁয়েছিল ৪৩.৩ ডিগ্রি। এবার এপ্রিলের শেষে তাপমাত্রা দাঁড়াল ৪৩ ডিগ্রি। পারদ ৪৩ ডিগ্রি হলেও গরম অনুভূত হচ্ছে ৪৬ ডিগ্রির মতো।
আরো পড়ুন: তিন খানের কেরামতি এক স্ক্রিনে