Date : 2024-05-06

Pitch controversy in wc final: পিচের জন্যেই হার ভারতের ?

সদ্য সমাপ্ত বিশ্বকাপে আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়েছে ভারত। সেদিন প্রথম ব্যাট করতে নেমে 240 রান তুলতে পেরেছিল ভারত। যদিও শেষ পর্যন্ত 6 উইকেটেই ম্যাচ জিতে নেয় কামিন্সরা। ফাইনালের আগে থেকে পিচ বিতর্ক দানা বেধেছিল। ম্যাচের দুদিন আগে সেমিফাইনালের পিচ পরিবর্তন নিয়েও বিতর্ক কম হয়নি। বিসিসিআই শীর্ষকর্তাদের সঙ্গে আলোচনায় বসে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের পিচ নিয়ে হতাশা প্রকাশ করেছেন ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়। এবার সেই পিচ নিয়েই রিপোর্ট প্রকাশ করল আইসিসি। নরেন্দ্র মোদী স্টেডিয়ামের পিচকে মধ্যমানের ঘোষণা করল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। বিশ্বকাপ ফাইনালে 22 গজ প্রত্যাশিত মানের ছিল না একথাও জানানো হয়। এর পাশাপাশি কলকাতার ইডেন গার্ডেন্সের যে পিচে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া সেমিফাইনাল হয়েছিল তাকেও মধ্যমানের তকমা দিয়েছে আইসিসি। তবে ইডেনের আউট ফিল্ডকে খুব ভালো বলেছেন বিশ্বকাপ দ্বিতীয় সেমিফাইনালের ম্যাচ রেফারি জাভাগল শ্রীনাথ। তবে ওয়াংখেড়েক পিচকে ভালো বলে ঘোষণা করেছে আইসিসি। আমদাবাদ, লখনউ এবং চেন্নাইয়ে পিচও পেয়েছে গড়পত্তার তকমা।