Date : 2024-05-17

২মে মাধ্যমিকের ফলপ্রকাশ। কোন কোন ওয়েবসাইটে দেখা যাবে জেনে নিন।

নাজিয়া রহমান, সাংবাদিক : জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক। অন্য বছরের তুলনায় এবার এগিয়ে আসে পরীক্ষার দিন। চলতি বছর ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয় মাধ্যমিক চলে ১২ফেব্রুয়ারি পর্যন্ত। এই বছর মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষার্থীদের সংখ্যা ছিল মোট ৯ লাখ ২৩ হাজার ১৩ জন। মোট পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ছিল ২৬৭৫টি। পরীক্ষা শুরু হয়েছিল সকাল ৯টা বেজে ৪৫ মিনিটে এবং শেষ হয় বেলা ১টায়। আগামী ২ মে ফলপ্রকাশ হবে মাধ্যমিকের। ৭৯ দিনের মাথায় ফল প্রকাশিত হতে চলেছে। ২মে অর্থাৎ বৃহস্পতিবার সকাল ৯ টায় সাংবাদিক বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে মাধ্যমিকের ফলপ্রকাশ করা হবে। এরপর সকাল ৯ টা ৪৫ মিনিট থেকে অনলাইনে ছাত্র-ছাত্রীরা নিজেদের রেজাল্ট দেখতে পাবেন। যেসমস্ত ওয়েবসাইটে পরীক্ষার ফল দেখা যাবে।

www.wbbse.wb.gov.in www.results.shiksha
www.indiaresults.com
https://iresults.net.
wbresults.nic.in www.jagranjosh.com
fastresult.in

এছাড়াও পরীক্ষার্থীরা গুগল প্লে স্টোর থেকে
“Madhyamik Results 2024” ডাউনলোড করেও ফল জানতে পারতে।

আরো পড়ুন: তীব্র পার্শ্বপ্রতিক্রিয়া কোভিড ভ্যাকসিনের! দায় স্বীকার ওষুধ কোম্পানির