Date : 2024-04-26

শীতে চুলের যত্ন নেওয়ার উপায়

রিমিতা রায়, নিউজ ডেস্ক : যতই ঠান্ডা পড়ুক। শীতে চুল শুষ্ক হয়ে যায়। তার জন্য চাই সঠিক পুষ্টি। নাহলে সহজেই চুল নষ্ট হয়ে যায়। শীতকালে চুল ভালো রাখার জন্য সতর্ক হওয়া প্রয়োজন।শীতকালে তাই চুলের সঠিক যত্ন নিতে হেব। প্রতিদিন চুল ঝরে যাওয়াটা একটি সাধারণ ঘটনা। দৈনিক ৫০ থেকে ১০০টি চুল ঝরে যাওয়াটা স্বাভাবিক। আবহাওয়া, অপুষ্টি বা খারাপ জলের কারণেও অকালে চুল ঝরে গিয়ে টাক পড়ে যেতে পারে। তবে কিছু বিশে ঘরোয়া পদ্ধতি মেনে চললে চুলের যত্ন নেওয়া সম্ভব। ভালো রাখতে গেলে চুলে তেল দিতেই হবে। মনে রাখবেন তেল হল চুলের খাদ্য।

তাই শীতকালে চুলে পুষ্টি উপাদান যেগাতে তেল দিতেই হবে। মধু আর নারকেল তেলের প্যাক ব্যবহার করলে চুল ভালো থাকে। এছাড়াও রয়েছে আরও কিছু বিশেষ উপায়। একটা গোটা পাকা কলা চটকে তার সঙ্গে ২ চামচ মধু, ১ কাপ কাঁচা দুধ আর ২ চামচ নারকেল তেল মিশিয়ে প্যাক তৈরি করে নিতে হবে। সেটা চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত ভাল করে মেখে ৩০ মিনিটের মতো রেখে দিতে হবে। এর পর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত ২-৩ বার এই প্যাক ব্যবহার করে দেখুন। শীতে চুলে পুষ্টিগুণ বজায় থাকবে।