Date : 2023-09-27

আইপিএল থেকে ছিটকে গেলেন দীপক চাহার


আইপিএল থেকে ছিটকে গেলেন দীপক চাহার। 14 কোটি টাকা দিয়ে অনেক আশা করে চাহারকে কিনেছিল চেন্নাই সুপার কিংস। তবে পিঠের চোটের জন্য পুরো আইপিএল থেকেই ছিটকে গেলেন দীপক। এমনিতেই আইপিএলের প্রথম চার ম্যাচে একটিতেও জিততে পারেনি চেন্নাই শিবির। তারই মধ্যে দীপক চাহারের চোট এবং গোটা লিগ থেকেই ছিটকে যাওয়ায় বেজায় চাপের মুখে সিএসকে টিম ম্যানেজমেন্ট।

দীপক চাহারকে ছাড়াই প্রতিযোগিতা শুরু করেছিল রবীন্দ্র জাদেজারা। তাঁর না থাকার ফলও হাতে নাতে পেয়েছে চেন্নাই। ফলে চাপ যে আরও বাড়ল তা বলাই বাহুল্য। তবে দীপক চাহারের ছিটকে যাওয়ার পরই তার পরিবর্ত খোঁজার কাজ শুরু করে দিয়েছে চেন্নাই সুপার কিংস শিবির। জল্পনা তুঙ্গে, এবারের আইপিএলে দল না পাওয়া ইশান্ত শর্মাকে চেন্নাই শিবিরে যোগদান করানো হতে পারে। তবে এখনই পরিবর্ত ঘোষণা করছে না সিএসকে।