Date : 2022-10-03

মাদার্স ডে পালন করলেন মহম্মদ রফিক, হীরা মণ্ডলরা

ইস্টবেঙ্গল ক্লাবের দুই ফুটবলার হীরা মন্ডল এবং মহম্মদ রফিকের মা-কে সংবর্ধিত করল কলকাতার এক নামি বেসরকারি

হাসপাতাল। দীর্ঘদিন ধরেই আর্থিক অনটনের মধ্যেও হীরা-রফিকদের ফুটবল খেলার ইচ্ছেকে একটু একটু করে বাড়িয়ে গেছে

তাঁদের পরিবার। আইএসএল সহ ভারতীয় ফুটবলের নক্ষত্র হওয়ার পিছনে তাঁদের মায়ের অবদান সবচেয়ে বেশি। মহম্মদ রফিক,

হীরা মন্ডলরা সবসময়ই নিজেদের কৃতিত্বের দাবিদার বানান সেই নারিকে। অলিম্পিয়ান শ্যুটার মেহুলি ঘোষের মা মিতালি

দেবিকেও সংবর্ধিত জানানো হয় এদিন। মাদার্স ডে-র প্রাক্কালে হীরা মন্ডলের মা বাসন্তি মন্ডল এবং রফিকের মা রুবিয়া

বিবিকে সম্মান জানাল এক বেসরকারি হাসপাতাল। সংবর্ধিত করা হয় ময়দানের চেনা মুখ লজেন্স দিদিকেও। এহেন সম্মান

পেয়ে স্বভাবতই আপ্লুত বাসন্তি দেবি, রুবিয়া বিবিরা।

অতীতে আইএফএ-ও উদ্যোগ নিয়েছিল হীরা মণ্ডল, মহম্মদ রফিকদের জন্মদাতাকে সম্মান জানাতে। পাঁচতারা হোটেলে সম্মান

জানিয়েছিল আইএফএ। এবার বেসরকারি হাসপাতালের তরফ থেকেও এমনই এক উদ্যোগ নেওয়া হল যেখানে মাটির সঙ্গে যাদের

নারীর যোগ সেই সমস্ত মানুষকেই নারী দিবসের আগে সংবর্ধিত করা হল। বরাবরই হীরা, রফিকরা তাঁদের সাফল্যের পিছনে

তাঁর মায়ের প্রচুর ত্যাগের কথা বলে থাকেন। এরকমই দিনই যেন কিছুটা হলেও তৃপ্ত করে তাঁদের। লজেন্স দিদি জমুনাদি হোক

বা মিতালি দেবি, বাংলার ক্রীড়াক্ষেত্রে তাঁদের এই সম্মান আগামী দিনে আরও অনেক মহিলাকে বাংলার ক্রীড়াজগতের ছাপ

ফেলতে সাহায্য করবে বলে আশায় উদ্যোক্তারা।