Date : 2024-04-26

দক্ষিণী ছবির সঙ্গে বলিউডের তুলনা, বিস্ফোরক অনুপম খের

সোমদত্তা বসু, সাংবাদিক:- বলিউডে এখন দক্ষিণী ছবির রমরমা বাজার। বলিউডের চলতি পরিস্থিতি নিয়ে মুখ খুললেন অভিনেতা অনুপম খের। তার দাবি, বলিউডের চেয়ে দক্ষিণী ইন্ডাস্ট্রি অনেক বেশি ভালো। একটি সাক্ষ্যাতকারে অনুপম খের বলেছেন, বলিউড এখন আগের থেকেই ঠিক করে নেয় যে তারা ভালো ছবি বানাচ্ছে। আর পছন্দ না হলেই সব দোষ এসে পড়ে দর্শকদের দৃষ্টিভঙ্গির উপর। অভিনেতা জানিয়েছেন, দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে সব ছবির ঠিকঠাক রিসার্চ করা হয়। বলিউডে কোনও ছবি তৈরির আগে সামাজিক পরিস্থিতির নিরিখে চিত্রনাট্য বা গল্প নিয়ে কোনও রিসার্চ করা হয় না। বলিউড স্টার তৈরি নিয়ে অনেক বেশি উদ্যোগী হয়, কিন্তু দক্ষিণী ছবিতে নতুন নতুন গল্পের বিষয়ে ভাবনা চিন্তা করেন পরিচালক ও প্রযোজকরা। সাক্ষ্যৎকারে করণ জোহারের সম্পর্কে ক্ষোভ উগড়ে দেন অনুপম খের। তিনি বলেন, দ্য কাশ্মীর ফাইলস্-এর সাফল্যের পর থেকে করণ জোহার তার ফিল্মের কাজের সুযোগ দিচ্ছেন না। অন্যদিকে বলিউডে সম্প্রতি ইমার্জেন্সি ছবির টিজার সামনে আসতেই চর্চা শুরু হয়েছে। কংগ্রেসের একাংশ মনে করছে ইন্দিরা গান্ধীর শাসনকালের কিছু ঘটনাকে সামনে এনে তাঁকে অপমান করার চেষ্টা করছেন কঙ্গনা। ছবিতে জয়প্রকাশ নারায়ণের চরিত্রে অভিনয় করছেন অনুপম খের। অনুপম খেরের ফার্স্ট লুক সামনে আসতেই প্রশংসা করেছেন নেটিজেনরা। ইন্দিরা গান্ধীর বিরোধী নেতা হিসাবে জয়প্রকাশ নারায়ণের চরিত্রে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন অনুপম খের।