Date : 2024-04-26

কলকাতার ৫ সরকারি হাসপাতালে বাড়ছে প্রসূতি মৃত্যু, চিন্তিত স্বাস্থ্য দফতর

সায়ন্তিকা ব্যানার্জি, সাংবাদিক:- রাজ্যে বাড়ছে প্রসূতি মৃত্যু। উদ্বেগ জনক অবস্থা কলকাতার চলতি বছরে কলকাতার মোট ৫হাসপাতালে ৬মাসে মারা গিয়েছেন ৭৮ জন প্রসূতি। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু ন্যাশনাল মেডিক্যাল কলেজ এবং আর জি করে। রেফার কম করা, সিজারিয়ান ডেলিভারি কমানোর মত বেশ কিছু নির্দেশ স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে দেওয়া হলেও এই পরিসংখ্যান যথেষ্ট চিন্তার

প্রসূতি মৃত্যু শূন্যে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে রাজ্য। এর জন্য একাধিক প্রকল্প ও কর্মসূচি রয়েছে। কিন্তু তবুও কলকাতার সরকারি হাসপাতালগুলিতে সন্তানের জন্ম দিতে গিয়ে অথবা জন্মের পরেই নতুন মায়েদের মৃত্যুর একের পর এক ঘটনা ঘটে চলেছে।

এক নজরে দেখে নেওয়া যাক কলকাতায় প্রসূতি মৃত্যুর চিত্র

এনআরএসে মৃত ৬, সিজার ১৬০৩
ন্যাশনাল মেডিক্যাল কলেজে মৃত ২৩, সিজার ১৮৬০
আর জি করে মৃত ২৩, সিজার ২৯৩৯
কলকাতা মেডিকেল কলেজে মৃত ১৭, সিজার ২৫০৮
এসএসকেএমে মৃত ৯,
সিজার ২৪৩৫
মোট মৃত্যু ৭৮ মোট সিজার ১১৩৩৫
জানুয়ারি থেকে জুনের হিসাব
সূত্র- স্বাস্থ্য দফতর

গত এপ্রিলে দেশে সিজারিয়ান ডেলিভারিতে শীর্ষে ছিল বাংলা। সরকারি হাসপাতালে মোট প্রসবের ৩৪ শতাংশই সিজারিয়ান ডেলিভারি। বেসরকারি হাসপাতালে ৮০ শতাংশ। আচমকা এই ভাবে সিজারের সংখ্যা বাড়ছে কেন? প্রতিটি সিজারিয়ান ডেলিভারি অডিট করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ভবন।অর্থাৎ কেন সিজারের পথে ডাক্তারবাবু হাঁটলেন তার কারণ দর্শাতে হবে। কিন্তু পরিস্থিতি বদলায়নি।