সুচারু মিত্র, সাংবাদিক : অবশেষে রাজ্যের ৪২ তম আসনে প্রার্থী ঘোষণা করলো বিজেপি । দিল্লী থেকে প্রার্থী ঘোষণা করা হল ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের বিপরীতে অভিজিৎ দাস ওরফে ববিকে প্রার্থী করল বিজেপি। দীর্ঘদিনের বিজেপির শ্রমিক সংগঠনের নেতা ববি দল করতে গিয়ে আক্রান্ত হয়েছে বারবার।তার বাড়িও ভাঙচুর করা হয়েছিল একটা সময়, সেই ববির ওপরেই ভরসা রাখল বঙ্গ বিজেপি। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে অভিজিৎ দাসকে প্রার্থী করে এগোতে চায় বিজেপি।
দিল্লির পক্ষ থেকে প্রার্থী নিয়ে আজ ১২তম প্রার্থী তালিকা প্রকাশ করা হয়, আর সেখানেই অভিজিৎ এর নাম প্রকাশ করা হয়। বিজেপির এই প্রার্থী ঘোষণার পর অভিষেক বন্দোপাধ্যায়ের লড়াই আরও কঠিন হল, না কি আরও বড় ব্যবধানের দিকে এগোবেন তিনি তার হয়তো বলে দেবে সময়। কিন্তু আদি নেতাকে ডায়মন্ড হারবারে লড়াই করিয়ে বিজেপি বার্তা দিতে যায়। বিগত কয়েকদিন ধরে আলোচনা চলছিল ডায়মন্ড হারবারে না কি প্রার্থী খুঁজে পাচ্ছে না বিজেপি, অবশেষে দলের শ্রমিক সংগঠনের পুরনো নেতাকেই প্রার্থী করল বিজেপি।