Date : 2024-04-26

রাজ্যজুড়ে পালিত হল মেডিক্যাল এডুকেশন ডে

সায়ন্তিকা ব্যানার্জি, সাংবাদিকঃ এনআরএস হাসপাতালে পালিত হল মেডিক্যাল এডুকেশন ডে। এনআরএসের একাডেমিক বিল্ডিংয়ে আয়োজিত এই অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা, রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা সহ অন্যান্য একাধিক চিকিৎসক উপস্থিত ছিলেন

এদিন এনআরএস হাসপাতালের হিউম্যান অরগ্যান এন্ড বডি ডোনেশন এওয়ারনেস কমিটির তরফ থেকে একটি পদযাত্রার আয়োজন করা হয়। যে পদযাত্রায় শামিল হন শশী পাজা এনআরএসের প্রিন্সিপাল এবং পড়ুয়ারা। অঙ্গদান এবং মরণোত্তর দেহদানে গুরুত্বকে আরও ছড়িয়ে দিতেই এই পদযাত্রা

সব মিলিয়ে দেহদান যে ভীষণ রকম ভাবে গুরুত্বপূর্ণ চিকিৎসা বিজ্ঞান এবং পড়ুয়াদের জন্য সেই বার্তাই দেওয়া হল এই অনুষ্ঠান থেকে।

অন্যদিকে এই দিবসটিকে স্মরণে রেখে গণদর্পণের উদ্যোগে মরণোত্তর দেহদান বিষয় নিয়ে গণদর্পণের অন্যতম সম্পাদক শ্যামলের লেখা ‘মৃত্যুই শেষ কথা নয়’ শিরোনামে একটি বই প্রকাশ হল। সংগঠনের সহ সভাপতি ও আইনজীবী শ্রী বিকাশ রঞ্জন ভটাচার্য বইটি প্রকাশ করলেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং মরণোত্তর দেহদানে অঙ্গীকার করলেন মাননীয় বিচারপতি শ্রী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন ডা. দেবাশীষ ভট্টাচার্য (স্বাস্থ্য অধিকর্তা, শিক্ষা, পশ্চিমবঙ্গ) ও সংগঠনের ব্র্যান্ড অ্যামবাসাডর ও প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটার শ্রী উৎপল চ্যাটার্জি সহ আরো অনেক বিশিষ্ট জন।