Date : 2024-04-27

সেন্সর বোর্ডের কাঁচির কোপে পাঠান। U/A সার্টিফিকেট নিয়ে ২৩ জানুয়ারি মুক্তি পাবে পাঠান।

রাকেশ নস্কর, সাংবাদিক : ছবি মুক্তির আগে থেকেই ছবির গান ঘিরে একের পর এক বিতর্ক। বেশারম গানে শাহরুখ ও দীপিকা কেমিস্ট্রি বাদে পোশাকের রং থেকে আবেদময়ী অবতারে দীপিকা। সব কিছুই নিয়ে পাঠান ছবিটি প্রশ্নের মুখে পরেছে। ছবির সংলাপ ঘিরেও প্রশ্ন। সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন-এর তরফ থেকে ছবির ১০টি জায়গায় কাঁচি চালানো হয়েছে। তবুও ছবিটি ( ইউ/এ) সার্টিফিকেট পেয়েছে। ছবিতে শাহরুখ-দীপিকার পাশাপাশি অভিনয় করেছেন জন আব্রাহাম। ২৫ জানুয়ারি ছবি মুক্তির কথা রয়েছে।
সেন্সর বোর্ড অনুযায়ী বেশরম গানটিতেই মোট তিনটি জায়গায় পরিবর্তন করার কথা উল্লেখ রয়েছে। গানটির মধ্যে বহত তং কিয়া লিরিকস-এ মহুর্তের সিক্যুয়েন্স ছেঁটে ফেলা হয়েছে। দীপিকার আবেদময়ী কিছু পোজও বাদ পরেছে গানটিতে।

গানের পাশাপাশি ছবির বিভিন্ন অংশে সংলাপ নিয়েও প্রশ্ন থাকার কারণে,বিভিন্ন ক্ষেত্রে সংলাপের শব্দ বদল করা হয়েছে। “Raw” শব্দের পরিবর্তে “হামারে” ব্যবহ্নত হবে। “লংড়ে লুলে” শব্দ ব্যবহারে মানা। তার পরিবর্ত “টুটে ফুটে” শব্দ ব্যবহারের অনুমতি রয়েছে। ছবির ১৩ অংশে “পিএমও” শব্দটি ব্যবহার রয়েছে। তার পরিবর্তে “প্রেসিডেন্ট” ও “মিনিস্টার” শব্দটি প্রযোজ্য হবে। “মিসেস ভারতমাতা” শব্দের বদলে “হামারি ভারতমাতা” ব্যবহ্নত হবে। “অশোক চক্র”র পরিবর্তে “বীর পুরস্কার” শব্দ ব্যবহার হবে পাঠান ছবিতে। “কেজিবি”-এর বদলে “এসবিইউ”। স্কোচ শব্দটির পরিবর্তে ড্রিঙ্কস বলা হবে। এমনকি রাশিয়া-এর নাম উল্লেখ যেখানে রয়েছে, সেটি বাদ পরেছে। সব সেন্সর বোর্ডের কড়া নজরে ছিল হিন্দি ছবি পাঠান। সেন্সর বোর্ডের কাঁচে কি ছবির সাফল্যে ছাপ ফেলবে। বক্স অফিসে পাঠান মুক্তি পাওয়ার পর বোঝা যাবে।