Date : 2024-04-26

কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীর পুলিশি গ্রেফতারির ঘটনায় কলকাতার পুলিশ কমিশনারের রিপোর্টে অসন্তুষ্ট হাইকোর্ট।

ষষ্ঠী চট্টোপাধ্যায়,সাংবাদিক :

সোমবার রাজ্যের আইনজীবীর উদ্দেশে বিচারপতি বলেন কমিশনারের রিপোর্ট গ্রহণযোগ্য নয়। আপনার সি পি গোটা পুলিশ অভিযান যুক্তি গ্রাহ্য বলছেন! গোটা ঘটনা গ্রহণীয় নয়, সবাই সেটা জানে। অথচ সিপি কি তার পুলিশকে বেআইনি কাজে উৎসাহ দিচ্ছেন? এই ধরনের আচরণ মানতে পারছি না।
বিচারপতি : এটা কি খুব গ্রহণযোগ্য, পাবলিক ফিগার একজন আরেকজনের বিরুদ্ধে ব্যাক্তিগত আক্রমণ করবে? দুপক্ষের আইনজীবীকে আদালত।
পুলিশকে সতর্ক করা জরুরি, সরকারি কৌঁসুলি কে জজ।
নির্দেশ:
হলফনামা জমা দেওয়ার জন্য ১২ এপ্রিল পর্যন্ত সময় দিলো হাইকোর্ট। এই সময়ের মধ্যে অন্তর্বর্তী নির্দেশ বহাল থাকবে। ২০ এপ্রিল পরবর্তী শুনানি।
সিআরপিএফ নিরাপত্তা দিতে আপত্তি করলেও সি আই এস এফের নিরাপত্তা দেওয়ার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক কে মামলায় যুক্ত করা হলো। আগামী দিনে সি আই এস এফ ওই জায়গা ঘুরে দেখে এসে নিরাপত্তা দিতে পারবে কি না জানিয়ে রিপোর্ট দেবে।