Date : 2024-04-26

নেতাজির ব্যবহৃত গাড়ি ছুঁয়ে দেখলেন রাষ্ট্রপতি, গেলেন জোড়াসাঁকো ঠাকুরবাড়ি।

সুচারু মিত্র সাংবাদিক : দুদিনের সফরে বঙ্গে এসেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, বঙ্গ সফরে এসে কলকাতা বিমানবন্দরে গার্ড অফ অনার নেওয়ার পর রাষ্ট্রপতি সরাসরি চলে এলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মৃতিবিজড়িত নেতাজীভবনে। ঘড়িতে তখন পৌনে একটা রাষ্ট্রপতির গাড়ি প্রবেশ করল নেতাজী ভবনে। গাড়ি থেকে নেমেই নেতাজি সুভাষচন্দ্র বসুর সেই গাড়ি ছুঁয়ে দেখলেন রাষ্ট্রপতি, যে গাড়িতে করে নেতাজী সুভাষচন্দ্র বসু চলে গিয়েছিলেন মহা নিষ্ক্রমণের পথে। নেতাজির ব্যবহার করা সেই গাড়ি দেখবার পর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পৌঁছে যান নেতাজী সুভাষচন্দ্র বসুর শয়ন কক্ষে, সেখানেই ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শয়ন কক্ষের পর সংগ্রহশালা দর্শন করেন রাষ্ট্রপতি, দুপুর একটা বেজে 7 মিনিটে নেতাজি ভবন থেকে বেরিয়ে যান তিনি। আগামীকালও রয়েছে তার ঠাসা কর্মসূচি।

এদিন নেতাজি ভবনে রাষ্ট্রপতিকে ঘুরিয়ে দেখান নেতাজি পরিবারের সদস্য সুমন্ত্র বসু। নেতাজির কয়েকটি বই ও উপহার দেওয়া হয় রাষ্ট্রপতিকে। নেতাজি ভবন থেকে বেরিয়ে রাষ্ট্রপতি পৌঁছে যান কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে, এখানেও দশ মিনিট কাটিয়ে চলে আসেন রাজভবনে।