Date : 2024-04-26

আইপিএলে শুক্রবার ঘুরে দাঁড়ানোর ম্যাচ সানরাইজার্স হায়দ্রাবাদ এবং লক্ষ্মৌ সুপার জায়ান্টসের কাছে দুই দলই গত ম্যাচ হেরেছে

আইপিএলে শুক্রবার ঘুরে দাঁড়ানোর ম্যাচ সানরাইজার্স হায়দ্রাবাদ এবং লক্ষ্মৌ সুপার জায়ান্টসের কাছে দুই দলই গত ম্যাচ হেরেছে। চেন্নাইয়ের বিপক্ষে হারতে হয়েছে লোকেশ রাহুলের লক্ষ্মৌকে। অন্যদিকে রাজস্থানের বিপক্ষে জঘন্য হার মনোবলে আঘাত এনেছে সানরাইজার্সের। লক্ষ্মৌ সুপার জায়ান্টসের বিপক্ষে অধিনায়কত্ব করতে দেখা যাবে দঃ আফ্রিকার তারকা ক্রিকেটার আইডেন মাকারামকে। তিনি গত ম্যাচে খেলেননি। ফলে প্রত্যাবর্তনের ম্যাচে নতুন অধিনায়কের হাত ধরে ঘুরে দাঁড়াতে মুখিয়ে নিজামের শহরের ফ্র্যাঞ্চাইজি। দলে যোগ দিয়েছেন আরও দুই প্রোটিয়া ক্রিকেটার মার্কো জানসেন এবং হেনরিখ ক্লাসেন, ফলে দলের গভিরতা যে বেড়েছে তা বলাই বাহুল্য। গত ম্যাচে বোলিং নজর কাড়তে পারেনি সানরাইজার্সের। এই ম্যাচে মার্কো জানসেনের ফিরে আশা স্বভাবতই পেস বোলিং ডিপার্টমেন্টে শক্তি বাড়িয়েছে ভুবিদের। থাঙ্গারাসু নটরাজন ছাড়া কোনও বোলারই সেভাবে নজর কাড়তে পারেননি। উমরান মালিক, ভুবনেশ্বর কুমাররা অনেকটাই রান দিয়েছেন প্রথম ম্যাচে। ফলে সুশৃঙ্খল বোলিং করে লক্ষ্মৌয়ের বিপক্ষে জয়ের খোঁজে হায়দ্রাবাদ শিবির। অন্যদিকে হায়দ্রাবাদের বিপক্ষে কিছুটা হলেও এগিয়ে থেকে শুরু করছে লক্ষ্মৌ। অধিনায়ক লোকেশ রাহুল রানের মধ্যে না থাকলেও ওপেনার কাইল মেয়ার্সের অসাধারন ফর্ম স্বস্তি দিচ্ছে সুপার জায়ান্টসদের। বোলিংয়েও স্পিনার রবি বিসনৈ এবং পেসার মার্ক উডের পারফরমেন্স যথেষ্ট ভরসা দিচ্ছে লক্ষ্মৌ শিবিরকে। এখন দেখার কামব্যাকের ম্যাচে শেষ হাসি হাসে কোন দল।