Date : 2024-04-26

“আপনি আমাদের কাছে ভগবান”বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উদ্দেশে মামলকারিরা।

“আপনি আমাদের কাছে ভগবান”বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উদ্দেশে মামলকারিরা।

ষষ্ঠী চট্টোপাধ্যায়,সাংবাদিক : মুখ্যমন্ত্রীকে নিয়ে আমি কোনও কথা বলব না’, এজলাসে বসে জানালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার আবারও এজলাসে বসে একই কথা জানালেন বিচারপতি। সাধারণ মানুষের প্রশ্নের জবাবে তিনি বললেন, ‘‘মুখ্যমন্ত্রীকে নিয়ে কোন মন্তব্য করবো না।

এজলাসে এসেছিলেন বিচারপতি। সেখানে বসেই তিনি ঘোষণা করেন, ‘‘শুনছি কেউ কেউ রটাচ্ছে আমি নাকি ইস্তফা দিচ্ছি…! আমি পদত্যাগ করছি না। যে লড়াই শুরু হয়েছে। সেই লড়াই চলবে।’’সাক্ষাৎকার যখন দিয়েছি উত্তর আমি দেবো।

এজলাসে বহু মামলাকারিদের উদ্দেশে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রশ্ন করলেন আপনারা মুখ শুকিয়ে দাড়িয়ে আছেন কেন?মামলাকারই এক পঞ্চাশ উর্ধ এক ব্যক্তি জানান আপনি চলে যাবেন শুনে মনটা খারাপ হয়ে গেল…
উত্তরে বিচারপতি বলেন কেউ চিরস্থায়ী নন… জৈনিক ব্যক্তি বলেন আপনার মধ্য দিয়ে ভগবান এসেছেন.বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আমি ভগবান নই…
কয়েকজন মহিলা মামলাকারি ও দাঁড়িয়ে ছিলেন এজলাসে তাদের উদ্দেশ্যে বিচারপতি জানতে চাইলেন আপনাদের সমস্যা কি..?
মহিলা জানান তার থেকেও অনেক কম নম্বর পাওয়ারা চাকরি পেয়েছে….

আমাদের চাকরি চুরি হয়ে গেছে….বিচারপতি তাহলে চোর ধরুন..

মহিলা বলেন অনেকে জমি বাড়ি বিক্রি করে লাখ লাখ টাকা দিয়ে চাকরি পেয়েছেন। অথচ আমাদের যোগ্যতা থাকা সত্বেও চাকরি পাচ্ছি না। আপনি আমাদের কাছে ভগবান…

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আইনের ওপর আস্থা রাখুন।