Date : 2024-04-26

রাজ্য বিজেপির সভাপতির পথসভায় অনুমতি দিল হাইকোর্ট।

ষষ্ঠী চট্টোপাধ্যায়,সাংবাদিক : মঙ্গলবার রাজ্যে সরকারের পক্ষের আইনজীবী সম্রাট সেন জানান কি অভিযোগ সেটা জানাতে সময় দেওয়া হোক।আদালতের কাছে আর্জি রাজ্যের।

বিচারপতি রাজা শেখর মানথা রাজ্যের উদ্দেশ্যে বলেন র‍্যালির ব্যাপারে অন্তত মাসখানেক আগে জানানো হয়েছে। এখন কেন আপত্তি করা হচ্ছে একেবারে শেষ মুহুর্তে!
বাঙালির বারো মাসে তেরো পার্বন জানেন তারপরও আপনারা তৈরি থাকেন না?

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের পক্ষের আইনজীবীসুবীর স্যানাল বলেন এটা র‍্যালি নয়।বার বার র‍্যালি বলা হচ্ছে এটা ঠিক নয়।

ফের বিচারপতি সরকারি আইনজীবীর উদ্দেশ্যে বলেন বাজার কমিটি বা গ্রামসভা যে অনুমতি দিতে রাজি নয় সেটা আলাদা মামলা দায়ের করে তদন্তের আবেদন জানাতে পারে।তদন্ত হবে!

বিশ্বনাথপুর পাটনা হাটচালা বাজার কমিটি আপত্তি করে।
মধুসুদন কারক কমিটির প্রেসিডেন্ট অনুমতি দিয়েছিলেন। পরে তিনিই আপত্তি জানান।
কিন্তু কমিটি প্রথমে অনুমতি দিয়ে পরে রহস্যজনক ভাবে কেন আপত্তি করলো তা অনুসন্ধান করে দেখার নির্দেশ রাজ্যকে।

দু’সপ্তাহের মধ্যে তদন্ত করে দেখে রিপোর্ট দেওয়ার নির্দেশ।