Date : 2024-05-02

‘কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়কে ক্ষমা চাইতে হবে’ – দাবি মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের

শাহিনা ইয়াসমিন, সাংবাদিক : কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনের দিন ভাইজান সলমন খানের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেচেছেন। তারপরই ঝড় দেখা যায় রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে।।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং কুরুচিকর মন্তব্য করেন। তারই পরিপ্রেক্ষিতে হাজরা মোড়ে বিক্ষোভ সমাবেশ করে তৃণমূল মহিলা কংগ্রেস। বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন মন্ত্রী শশী পাঁজা, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সহ বিভিন্ন ওয়ার্ডের পৌর মাতারা। একসঙ্গে হাজরা মোড়ে বিক্ষোভ করেন। মাথায় কালো টুপি এবং টুপির ওপর লেখা আছে ছি:, ধিক্কার। গিরিরাজ সিং এর মন্তব্য এর বিরুদ্ধে এই ধিক্কার সমাবেশ।

তবে গান গেয়ে ধিক্কার জানানো হয়। শুধু গান নয় , নাচ করে ধিক্কার জানানো হয়। পৌরমাতারা, তৃণমূলের কর্মীরা, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মন্ত্রী শশী পাঁজা হাতে হাত দিয়ে গান গেয়ে নাচ করে বিক্ষোভ দেখান। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন , তাদের দাবি, ‘কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংকে অবিলম্বে ক্ষমা চাইতে হবে’। ‘অধিবেশন চলছে , সেই অধিবেশনে সকলের সামনে ক্ষমা চাইতে হবে ‘।