Date : 2024-04-28

যাদবপুরের সমাবর্তনে নির্বাচনের দাবি। নির্বাচনের দাবি আচার্যের গাড়ির সামনে বিক্ষোভ পড়ুয়াদের।

নাজিয়া রহমান, সাংবাদিক : রীতি মেনে দু বছর পর হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠান। ৬৫ তম সমাবর্তনে বার্ষিক সমাবর্তন হলেও হয়নি বিশেষ সমাবর্তন। সমাবর্তনের দিন ছাত্র বিক্ষোভে সরগরম থাকল বিশ্ববিদ্যালয় চত্ত্বর। ক্যালকাটা মেডিকেল কলেজের পর এবার ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বিক্ষোভে সামিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা।

করোনা আবহে হয়নি দুবছর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন। এবার করোনা অনেকটাই নিয়ন্ত্রণে তাই রীতি মেনে আয়োজন করা হয়েছিল সমাবর্তন। তবে এবার শুধুমাত্র বার্ষিক সমাবর্তনই হয় সন্মানিত সমাবর্তন হয়নি।
এই সমাবর্তনে প্রথম বার যোগ দেন নতুন আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস। ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আচার্যের গাড়ির সামনেই বিক্ষোভ দেখান পড়ুয়ারা।

২০২০র পর আর হয়নি ছাত্র সংসদ নির্বাচন। নির্বাচনের দাবিতে সমাবর্তন অনুষ্ঠানে দিন বিক্ষোভ দেখান পড়ুয়ারা। অনুষ্ঠানে যোগ দিতে এসে ছাত্র বিক্ষোভের মুখে পড়েন রাজ্যপাল। পড়ুয়ারা কথা বলেন আচার্যের সঙ্গে। তাদের দাবি নিয়ে আলোচনা করা হবে বলে পড়ুয়াদের জানান আচার্য।

সমাবর্তন অনুষ্ঠান চলাকালীন নির্বাচনের দাবিতে মুহূর্মুহু শ্লোগান করে পড়ুয়ারা। অনেক পড়ুয়াই সমাবর্তন বয়কট করে।