Date : 2024-05-02

হস্টেল জট অব্যাহত যাদবপুরে

নাজিয়া রহমান, সাংবাদিক – প্রথম বর্ষের পড়ুয়াদের আলাদা রাখার জট এখনও অব্যাহত যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। ইউজিসির নিয়ম অনুযায়ী, প্রথম বর্ষের পড়ুয়াদের সম্পূর্ণ আলাদা হস্টেলে রাখতে হবে।র‌্যাগিং রুখতেই এই নিয়ম করা হয়েছে। প্রথম বর্ষের পড়ুয়ার হস্টেল নিয়ে বৈঠকে বসেন স্টুডেন্টস ওয়েলফেয়ার বোর্ডের সদস্যরা। কিন্তু সেই বৈঠকেও প্রথম বর্ষের পড়ুয়াদের পৃথক হস্টেলে রাখার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারল না যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মেইন হস্টেলে প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুর ঘটনার পর নড়েচড়ে বসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ছাত্র মৃত্যুর ঘটনার পর যাদবপুর কর্তৃপক্ষ একটি অস্থায়ী ব্যবস্থা করে প্রথম বর্ষের ৩০ পড়ুয়াকে রেখেছে। কিন্তু প্রথম বর্ষের পড়ুয়াদের কোনও স্থায়ী বন্দোবস্ত না থাকায় সমস্যায় পড়তে হচ্ছে তাদের। প্রথম বর্ষের পড়ুয়া ও সিনিয়র ছাত্ররা সমস্যায় পড়ছেন।বিশ্ববিদ্যালয়ের তরফে ৩ সেপ্টেম্বর একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, প্রথম বর্ষের পড়ুয়াদের জন্য চিহ্নিত হস্টেল থেকে সমস্ত সিনিয়র ছাত্র-ছাত্রীদের সরে যেতে হবে। তবে তা এখনও হয়নি বলেই জানা গেছে । এর মধ্যে ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিন শাশ্বতী মজুমদারের নেতৃত্বে একটি কমিটি গঠন করে কর্তৃপক্ষ। সেই কমিটিকে সময় দিয়ে বলা হয়েছে, ৩০ সেপ্টেম্বরের মধ্যে সিনিয়র ছাত্র ছাত্রীরা যেন হস্টেল খালি করে দেয় । যদিও আর্টস ফ্যাকাল্টির ছাত্র-ছাত্রীরা তরফ থেকে এই কমিটি গঠন নিয়ে আপত্তি তোলা হয়েছে।