Date : 2024-05-08

বড়দিনের উপহার চকোলেট, খেলনা নয়, মাস্ক ও স্যানিটাইজার তুলে দিলেন শিশুদের হতে।

শাহিনা ইয়াসমিন, সাংবাদিক: বড়দিনের আনন্দ বনাম করোনার ভ্রুকুটি। তাই একটু অন্যভাবে পথে নামতে বাধ্য হচ্ছেন শিশুদের প্রিয় সান্টাক্লজ। ঝোলায় বোঝাই রকমারি উপহার নয়। সামনে হয়তো আবার কঠিন সময় আসছে। চলছে কেন্দ্র বা রাজ্য প্রশাসনের বৈঠক। করোনার বিধি মানা আবার চালু করতে হবে। বড়দের পাশাপাশি ছোটদের মধ্যে করোনার আচরণবিধি মানতে উদ্যোগ নিয়েছেন সান্টা দাদু।

তবে ক্রিসমাসের আগের দিন নিজের প্রিয় কচিকাঁচাদের মধ্যে কোভিড আচরণবিধি ফিরিয়ে আনতে, মাস্ক স্যানিটাইজারের ব্যবহার করতে হবে কি করে সেটা পুনরায় শেখাচ্ছেন গাঙ্গুলিবাগানের সান্টা দাদু পরিমল দে। নিজের হাতে গড়া রেনবো ভিলেজে যা শহরের একমাত্র কমিউনিটি ভিলেজ নামে খ্যাত। সেখানে মাস্ক বিলি করেন তিনি। নিজের হাতে ইতিমধ্যেই তৈরি করেছেন কাপড়ের মাস্ক এবং ঘরোয়াভাবে তৈরি হ্যান্ড স্যানিটাইজার।

সান্টার ঝুলিতে খেলনা চকোলেটের পাশাপাশি থাকছে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার। আদরের শিশুদের করোনা থেকে বাঁচাতে শনিবার সান্টা দাদু পরিমল দে সান্টার বেশে বাড়ি বাড়ি গিয়ে সমস্ত শিশুদের হাতে তুলে দিলেন নিজের বানানো মাস্ক ও স্যানিটাইজার। বড়দিনের উপহার হিসেবেই তুলে দেন নিজের হতে বানানো মাস্ক ও স্যানিটাইজার।