Date : 2024-04-29

বুথে খামতি মেটাতে সুকান্ত উত্তরবঙ্গ সফরে, রামমন্দিরকে হাতিয়ার করে প্রচারে বিজেপি

সুচারু মিত্র, সাংবাদিক : অমিত শাহ এবং জেপি নাড্ডা ভোকাল টনিক দিয়ে চলে যাওয়ার পরই তৎপর বঙ্গ বিজেপি।এবার সংগঠনের ফাঁকফোকরে নজর,আর তাই উত্তরবঙ্গ সফরে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।২৯ তারিখেই তিনি চলে গিয়েছেন উত্তরবঙ্গে, জানা যাচ্ছে ৬ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে কর্মসূচি রয়েছে সুকান্ত মজুমদারের। একাধিক কার্যকর্তা সম্মেলন ও বুথকর্মী সম্মেলন করবেন সুকান্ত মজুমদার। যার মধ্যে রয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই জেলাগুলোতে চষে ফেলবেন সুকান্ত মজুমদার।

৬ তারিখ পর্যন্ত তার ঠাসা কর্মসূচি রয়েছে। জানুয়ারির ৬ তারিখ পর্যন্ত কর্মসূচি করার পর তারপর তিনি কলকাতায় রাজ্য দফতরে ফিরবেন।অন্য দিকে রামমন্দির উদ্বোধন হওয়ার পর দার্জিলিং এবং শিলিগুড়ি সফরে যেতে চলেছেন শুভেন্দু অধিকারী।বরাবরই বিজেপির কাছে উত্তরবঙ্গ একটা স্ট্রং বা শক্ত সংগঠনের জায়গা। তাই সেই জায়গাতেই আগে মেরামতিতে গুরুত্ব দিচ্ছে বঙ্গ বিজেপি। অন্যদিকে রামমন্দির ইস্যুকে সামনে রেখে ১লা জানু়ারি থেকে ১৫ই জানুয়ারি পর্যন্ত ঘরঘর যাত্রায় নামছে বিজেপি।যেখানে রামমন্দিরে আসার জন্য অর্থাৎ রামমন্দিরের জন্য আমন্ত্রণ জানাতে যাবে বিজেপি।লোকসভা নির্বাচনের আগে তাই রামমন্দির এখন বঙ্গবিজেপির কাছে বড় হাতিয়ার।