Date : 2024-05-02

ভারতীয় পেসারকে এমনই টিপস নীরজ চোপড়ার

বোলিংয়ের সময়ে বুমরাহের রান আপে কিছু বদল আনা দরকার। দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলতে যাওয়ার আগে ভারতীয় পেসারকে এমনই টিপস দিলেন অলিম্পিকে সোনা জয়ী ভারতীয় তারকা জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া। তিনি বলেন, “বুমরার বোলিং অ্যাকশন বাকিদের থেকে অনেক আলাদা। আমার খুব পছন্দের পেসার তিনি। তবে আমার মনে হয় ওর রান আপ আরএকটু বড় করা উচিত। এটা করলে হয়তো আরও গতি বাড়তে পারে তাঁর। জ্যাভলিন থ্রোয়ারের অভিজ্ঞতা থেকে বলি অনেক দূরে জ্যাভলিন ছুড়তে হলে আমাদের ক্ষেত্রেও সঠিক রান আপ খুব জরুরি। সেজন্যেই আমরা মনে হয় বুমরা যদি আরও বড় রান আপ নিয়ে বোলিং করে তা হলে সাফল্য পাবে।” গত 19 ডিসেম্বর বিশ্বকাপ ফাইনাল দেখতে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে উপস্থিত ছিলেন নীরজ চোপড়া। যদিও সেই বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে 6 উইকেটের পরজয়ের পর বিশ্রামে রয়েছেন বুমরাহ। ভালো পারফরমেন্স সত্বেও বুমরার পরাজয়ের প্রসঙ্গে নীরাজ বলেন, “ফাইনালের মতো বড় ম্যাচ কীভাবে খেলতে হয় তা জানে অস্ট্রেলিয়া। এবং তারা মানসিক ভাবে অনেকটা মনোবল বাড়িয়ে মাঠে নেমেছিল। তাই এই নিয়ে ষষ্ঠবার বিশ্বকাপ জিতল অস্ট্রেলিয়া।”