Date : 2024-04-27

নেতাজি জয়ন্তীতে ব্লু লাইনে কম মেট্রো

সঞ্জনা লাহিড়ী, সাংবাদিক- আগামী মঙ্গলবার অর্থাৎ ২৩ শে জানুয়ারি নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন। যেহেতু ওই দিন ছুটি থাকে বেশিরভাগের ফলে সারাদিনে কম সংখ্যক মেট্রো চালানো হবে বলে জানিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। আপাতত ব্লু লাইন অর্থাৎ নর্থ- সাউথ করিডরের জন্য জারি হয়েছে এই নির্দেশিকা। ইস্ট-ওয়েস্ট এবং জোকা-তারাতলা মেট্রো করিডরে ওই দিনের সময়সূচী এখনও জানানো হয়নি মেট্রো রেলের তরফ থেকে। শনিবার ও রবিবার ব্যতীত বাকি দিন গুলিতে মোট মেট্রো চলাচল করে ২৮৮ টি। ওই দিন ছুটি থাকায় কম চলবে মেট্রো। ২৮৮ টির বদলে চলবে ২৩৪ টি মেট্রো। ১১৭ টি আপ, ১১৭ টি ডাউন। সকালে পরিষেবা শুরু হবে ৬.৫০ মিনিটে, রাতে শেষ মেট্রো পাওয়া যাবে ১০.৩৫ মিনিটে।

এই দিনের প্রথম পরিষেবা:

  • কবি সুভাষ থেকে দক্ষিনেশ্বর যাওয়ার প্রথম মেট্রো শুরু হবে সকাল ৬.৫০ মিনিটে। (অপরিবর্তিত)
  • দমদম থেকে কবি সুভাষ যাওয়ার প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৬.৫০ মিনিটে। (অপরিবর্তিত)
  • দমদম থেকে দক্ষিনেশ্বর যাওয়ার প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৬.৫৫ মিনিটে। (অপরিবর্তিত)
  • দক্ষিনেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার প্রথম মেট্রো শুরু হবে সকাল ৭টায়। (অপরিবর্তিত)

এই দিনের শেষ পরিষেবা:

  • দক্ষিনেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার শেষ মেট্রো পাওয়া যাবে রাত ৯.২৮ মিনিটে। (অপরিবর্তিত)
  • কবি সুভাষ থেকে দক্ষিনেশ্বর যাওয়ার শেষ মেট্রো পাওয়া যাবে ৯.৩০ মিনিটে। (অপরিবর্তিত)
  • দমদম থেকে কবি সুভাষ যাওয়ার শেষ মেট্রো পাওয়া যাবে ৯.৪০ মিনিটে। (অপরিবর্তিত)
  • কবি সুভাষ থেকে দমদম যাওয়ার শেষ মেট্রো পাওয়া যাবে ৯.৪০ মিনিটে। (অপরিবর্তিত)