Date : 2024-04-29

হোটেলেই রেখে দেওয়া হল আয়ুষ বাদোনিকে

এতদিন দিল্লির ক্রিকেটে অন্যতম ভরসা ছিলেন তিনি। আইপিএলের মঞ্চে নজর কাড়লেও এবার উত্তরাখণ্ডের বিরুদ্ধে রঞ্জি ম্যাচে দলে নেওয়া হয়নি আয়ুষ বাদোনিকে। এমনকী মাঠেও আনা হয়নি, হোটেলেই রেখে দেওয়া হয় তাঁকে। যা নিয়ে নিন্দার ঝড় ক্রিকেট মহলে। অনেকে বলছেন, নিজের দলেই রাজনীতির শিকার হয়েছেন আয়ুষ। আবার কেউ কেউ বলছেন, দলের প্রভাবশালী কোনও কর্তাদের মদতেই এমন কাজ করা হয়েছে তাঁর সঙ্গে। চলতি মরসুমে ফর্মে না থাকার কারণে তাঁকে শিক্ষা দিতে চেয়েছে দিল্লি ক্রিকেট সংস্থার কোনও এক প্রভাবশালী কর্তা। রঞ্জি ট্রফির চলতি মরসুমে খুব খারাপ খেলেছে দিল্লির ক্রিকেট টিম। 200র গণ্ডি পেরোতেই বারবার হিমশিম খাচ্ছে তারা। তিনটি ম্যাচের দুটিতেই পরাজিত হয়েছে। প্রথম ম্যাচে পরাজয়ের পরই অধিনায়ক পদ থেকে সরিয়ে দেওয়া যশ ধুলকে। গ্রুপ পয়েন্টের তালিকা যদি দেখা হয় তা হলে দেখা যাবে সেখানেও সবার শেষে রয়েছে দিল্লি। এমনই আবহে আয়ুষ বাদোনির মতো প্রথম সারির ব্যাটারকে হোটেলে রেখে যাওয়ায় ঘটনায় ফের বিতর্কে দিল্লি ক্রিকেট টিম। চতুর্থ ম্যাচে বাদোনির জায়গায় স্থান পেয়েছেন ক্ষিতীজ শর্মা। ক্ষিতীজকে খেলানোর জন্য নাকি উপর মহল থেকেই চাপ দেওয়া হয়েছে, এমন দাবিও করা হয়েছে সোশাল মিডিয়ায়। এছাড়াও রঞ্জির চতুর্থ ম্যাচে যাতে ফি না পায় তাই বাদোনিকে প্রথম 15 জনের বাইরে রাখার কথা বলা হচ্ছে অনেক জায়গায়। যেহেতু ডাগআউটে বসার অধিকার ছিল না বাদোনির, তাই ওকে হোটেলে রেখে আসা হয়। শতরান করলে হয়তো বাদোনিকে বাদ দিতে কেউ সাহস পেত না। তবে আইপিএলে লক্ষ্মৌ সুপার জায়ান্টসের অন্যতম সেরা তারকাকে এহেন অপমান সত্যি অনভিপ্রেত ভারতীয় ক্রিকেটে।