Date : 2024-04-30

ভবানীপুরে স্বর্ণ ব্যবসায়ী খুনে পুরস্কার ঘোষণা কলকাতা পুলিশের

সঞ্জনা লাহিড়ী, রিপোর্টার: প্রায় ৬ দিন পেরিয়ে গেলেও এখনও অধরা স্বর্ণ ব্যবসায়ী খুনে মূল অভিযুক্ত। অভিযুক্তকে হাতের নাগালে পেতে পুরস্কার ঘোষণা করল কলকাতা পুলিশ। গত ১৫ই ফেব্রুয়ারী ভবানীপুরে ফনীন্দ্র গেস্ট হাউসে খুন হন লি রোডের বাসিন্দা স্বর্ণ ব্যবসায়ী শান্তিলাল বেদ। ঘটনার পর ৬ দিন পেরিয়ে গেলেও অভিযুক্তকে পাকড়াও করতে ব্যর্থ হয়েছে গোয়েন্দারা। তাই অভিযুক্তের বিরুদ্ধে হুলিয়া জারি করেছে কলকাতা পুলিশ। ওড়িশার বিভিন্ন এলাকায় অভিযুক্ত বিমল শর্মা ওরফে শিবম সাগর ওরফে আরভ শর্মা ওরফে শিবমের নামে পোস্টার ছড়িয়ে দেওয়া হয়েছে

। ওড়িশা পুলিশের ক্রাইম ব্রাঞ্চের সাহায্যে “ওয়ান্টেড” হিসেবে ঘোষণা করার পাশাপাশি আর্থিক পুরস্কার প্রদান করার ঘোষণাও করেছে কলকাতা পুলিশ। পলাতক অভিযুক্তের বিষয় কোনও ব্যক্তি কোনও তথ্য দিতে পারলে বা তাকে পুলিশের হাতে তুলে দিলে পুরস্কৃত করা হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় গোপন রাখা হবে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। ওড়িশা পুলিশের ক্রাইম ব্রাঞ্চ টুইট করেছে এই পোস্ট। ওড়িশার কটকে শেষ বার দেখা গেছিল অভিযুক্তকে বলে পুলিশ সূত্রে জানা গেছে। কলকাতা পুলিশের গোয়েন্দারা অভিযুক্তের খোঁজে ভিন রাজ্যে দল পাঠালেও খালি হাতে ফিরতে হয়েছে তাঁদের। অবশেষে খুনির নাগাল পেতে পুরস্কারের পন্থা অবলম্বন করতে বাধ্য হল কলকাতা পুলিশ।