Date : 2024-04-25

একটি বই কিনলেই পেয়ে যাবেন লাইব্রেরি

কলকাতা: ২০১৯ আন্তর্জাতিক কলকাতা বইমেলায় পাঠক আকর্ষণ করতে এবার অভিনব উদ্যোগ নিতে চলেছে বইমেলা কর্তৃপক্ষ। ৩১ জানুয়ারি কলকাতা বইমেলা শুরু হতে চলেছে মিলন মেলা প্রাঙ্গনে। এবছর বইমেলার থিম গুয়তেমালা। বইমেলায় ব্রাজিলের মায়া সভ্যতার প্রাচীনত্বের রহস্যকে খুঁজে পাবেন দর্শকরা। আর বইমেলাকে কেন্দ্র করে পাঠকের সঙ্গে সঙ্গে ক্রেতা আকর্ষন করতে লটারির আয়োজন করেছে কলকাতা বইমেলা।

বই কিনলেই লটারির মাধ্যমে লাখ টাকার বই পেতে পারে বিজেতারা। অর্থাৎ একটি বই কিনলে লটারিতে অংশ নিলে এক লক্ষ টাকার বই পেয়ে বিনামূল্যে পেয়ে যেতে পারেন লটারি বিজেতারা। এবছর কলকাতা বই বিক্রি বাড়াতে এমনই অভিনব উপহার দিতে চলেছে গিল্ড। গিল্ড সভাপতি ত্রিদিব কুমার চট্টোপাধ্যায় সংবাদ মাধ্যমকে বলেন, একটা বই কিনে একটা লাইব্রেরি উপহার পেতে পারেন বিজেতারা। এবছর বইমেলা আয়োজিত লটারিতে চারজন বিজেতাকে বেছে নেবেন গিল্ড কর্তৃপক্ষ। এবং তাদের হাতে তুলে দেওয়া হবে এক লক্ষ টাকার বই। এই এর মধ্যে যেমন শিশু সাহিত্যের বই থাকবে তেমনই থাকবে নামী দামী লেখক সাহিত্যিকদের উপন্যাস থেতে শুরু করে কবিতার বই। এক কথায় এবছর বইমেলায় লটারির মাধ্যমে জয়ী হলে সঙ্গে করে নিয়ে আসতে হবে আস্ত একটা লাইব্রেরি। ই-বুকের দুনিয়ায় অনেকেই মুখ ফিরিয়েছেন কাগজের পৃষ্টার বই থেকে। মোবাইলে যখন ইচ্ছে পছন্দের বই ডাউনলোড করে পরে ফেলছেন পাঠকরা। তাই এবার বই ক্রেতা আকর্ষন করতে বইমেলা কর্তৃপক্ষ একটা বই-এর বদলে আস্ত একটা লাইব্রেরি উপহার দেওয়ার পরিকল্পনা নিতে চলেছে।