Date : 2024-04-26

আপনার কোন তথ্য সংগ্রহ করেছে হোয়াটসঅ্যাপ, জেনে নিন এখনই

ওয়েব ডেস্ক: ফোনের প্যাটার্ন অন করেই হাত চলে যায় ফেসবুক, ম্যাসেঞ্জার, হোয়াটস অ্যাপে। একমুহুর্ত সোশ্যাল মিডিয়া ছাড়া জেন ওয়াই-এর বন্দি দশা হয়। শুধু জেন ওয়াই নয়, কর্মসূত্রেও সোশ্যাল মিডিয়া এখন খুবই জরুরি। নিশ্চিন্তে ব্যবহার করে চলেছেন হোয়াটস অ্যাপ? ম্যাসেজ এনক্রিপটেড মানে কেউ দেখবে না কোন তথ্য। গোপন অথবা জরুরি বার্তালাপের জন্য হোয়াটস অ্যাপে নিশ্চিন্ত সবাই। আপনার কাছ থেকে কি কি তথ্য সংগ্রহ করে নিচ্ছে হোয়াটঅ্যাপে, তা আপনি জানেন না। তবে চিন্তার কোন বিষয় নেই, এবার খুব সহজেই জানতে পারবেন কি কি তথ্য সংগ্রহ করেছে হোয়াটস অ্যাপ। ২০১৮-য় জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশন (জিডিপিআর) চালু হওয়ার পর থেকে সমস্ত সংস্থাই তাদের ব্যবহারকারীদের থেকে কী ধরনের তথ্য সংগ্রহ করছে, তা জানানো বাধ্যতামূলক। কয়েকটি পদ্ধতিতে জানা যাবে সেই তথ্য। জিডিপিআর ব্যবস্থার মাধ্যমে ব্যবহারকারীদের তথ্য জানানোর পদ্ধতি ইতিমধ্যেই নিয়ে এসেছে ফেসবুকে। ফেসবুকের অধিগৃহীত অন্যান্য অ্যাপের মাধ্যমে এই তথ্য পাওয়া যাবে। এবার সেই তালিকাতে এসেছে হোয়াটস অ্যাপ। ইতিমধ্যেই প্রয়োজনীয় পরিষেবাও চালু করা হয়েছে।

এক নজরে দেখে নিন কিভাবে জানা যাবে এই তথ্য-

১. হোয়াটস অ্যাপে সেটিংস-এ গিয়ে অ্যাকাউন্ট অপশন সিলেক্ট করতে হবে।

২. অ্যাকাউন্টের মধ্যে পাওয়া যাবে ‘রিকোয়েস্ট অ্যাকাউন্ট ইনফো’।

৩. ক্লিক করলেই রিকোয়েস্ট ইনফো বলে একটি পেজ খুলবে।

৪. এতে ক্লিক করলেই দেখানো হবে যে কত তারিখের মধ্যে এই তথ্য আপনার কাছে পাঠানো হবে।

৫. সাধারণত ৩ দিনের মধ্যেই এই রিপোর্ট তৈরি করা হবে।

৬. হোয়াটস অ্যাপের মাধ্যমে আপলোড করা হবে এই পেজে।

৭. তবে নির্দিষ্ট সময়ের মধ্যেই ডাউনলোড করতে হবে এই তথ্য। তা না হলে নিজের থেকেই মুছে যাবে এই তথ্য।