ওয়েব ডেস্ক: বিষ্ফোরক মন্তব্য দীপিকার। কিন্তু হঠাৎ এমন কথাই বা বললেন কেন তিনি? গত বছর সুপ্রিম কোর্ট থেকে ৩৭৭ আইনটি পাশ হওয়ায় খুব খুশি হয়েছিলেন দীপিকা ও রনবীর দুজনেই। এবং তা প্রকাশও করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। কিন্তু হঠাৎ কি এমন হল যে একটি সাক্ষাৎকারে এমন একটি কথা বলে বসলেন পদ্মাবতের নায়িকা?
না, ঘটনাটা আসলে এমন কিছুই নয়। কোনো মানুষকেই অপমান করেননি দীপিকা। তাঁকে এই সমকামী সম্পর্কের সম্মন্ধে জিজ্ঞেস করা হলে বলেন যে, মানুষ কাকে পছন্দ করবে সেই প্রশ্নটাই ‘আজব’। কারোরই অধিকার নেই মানুষ কাকে পছন্দ করবে বা ভালোবাসবে তা বেছে দেওয়ার।
আর ভালোবাসে কার সঙ্গে সারাটা জীবন কাটাবো সেই সিদ্ধান্তটা পুরোটাই ব্যক্তিগত। সেটা পুরুষ না মহিলা, এই প্রশ্নটারই কোনো স্থান নেই। ওম শান্তি ওমের নায়িকাকে যদিও কোনোদিনই খুব একটা বিষ্ফোরক মন্তব্য করতে দেখা যায়নি কারোর বিষয়েই।