Date : 2021-10-24

মেট গালা ২০১৯-এর কিছু এক্সক্লুসিভ ছবি

ওয়েব ডেস্ক: সোমবার হয়ে গেল হলিউড-এর সব থেকে বড় ফ্যাশন ইভেন্ট মেট গালা ২০১৯। তার রেড কার্পেটে হলিউডি তারকাদের ঝাঁক তো ছিলই। তবে সঙ্গে ছিলেন দুই বলিউডি সুন্দরীও। দীপিকা পাডুকোন, প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। প্রিয়াঙ্কার ড্রেস নিয়ে ইতিমধ্যেই নেটিজেনরা শুরু করেছেন ট্রোল। তবে সেই জায়গায় সবার নজর কেড়েছে দীপিকার সাজ। দেখে নেব মেট গালা ২০১৯-এর তারকাখচিত সন্ধ্যার কিছু বিশেষ ঝলক।

প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস
দীপিকা পাডুকোন
কেটি পেরি
বিলি পোর্টার
অ্যানি হ্যাথওয়ে
কার্ডি বি
গিগি হাদিদ
জারেড লেটো
কেন্ডলার ও কেইলি
কিম কর্দাশিয়ান
লেডি গাগা