Date : 2024-04-27

কয়েনের মূল্য উঠল ১.৩২ মিলিয়ন ডলারে

ওয়েব ডেস্ক : নিলামে একটি কয়েনের মূল্য উঠল ১.৩২ মিলিয়ন ডলার।আমেরিকায় ব্যবহত দশ সেন্ট মূল্যের কয়েন ডাইম।দশ ডাইমে ১ ডলার।নিলামে এবার সেই একটি ডাইম বিক্রি হল ১.৩২ মিলিয়নে।চিকাগোতে একটি কয়েন নিলাম কেন্দ্রে নিলাম হল এই কয়েন।

তবে এটি শুধুমাত্র দশ সেন্টই নয়।১৮৯৪ সালে তৈরি এস বার্বার ডাইম কয়েনটি ২৪ টি কয়েনের মধ্যে একটি কয়েন।আর সেই কয়েনটিকে কিনে ফেললেন উটার একজন ব্যবসায়ী।তবে ২৪ টি কয়েনের মধ্যে এখন বর্তমানে ৯ টি কযেনই বর্তমান। কয়েনটির ক্রেতা ডেল লয় হ্যানসেন একজন কয়েন সংগ্রাহক।

১৭৯২ সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের টাকশালে যত রকমের নমুনা কযেন তৈরি হয়েছিল তার প্রত্যেকটির সংগ্রাহক তিনি।তার সহযোগী জানান আরও ৬ টি কয়েন রয়েছে যেগুলি পেলেই পূরণ হবে হ্যানসেনের কয়েন সংগ্রহের স্বপ্ন।তবে দুবার্গ্যবশত সেগুলি বিক্রি নেই।মার্কিন যুক্তরাষ্ট্রের টাকশালে অনেকগুলি কয়েন তৈরি করেন চার্লস ই বার্বার।তার মধ্যে অন্যতম ১৮৯২ এর এই এস বার্বার ডাইম কয়েনটি।