Date : 2024-04-27

বয়স মাত্র ১২, ছয়হাজার মিটারেরও বেশি উচ্চতার শৃঙ্গ জয় করে নজির গড়ল কাম্যা…

ওয়েব ডেস্ক: বয়স মাত্র ১২। তবে বয়স যে কেবলই একটা সংখ্যা মাত্র তা আরও একবার বুঝিয়ে দিল মুম্বইয়ের নেভি চিলড্রেন স্কুলের পড়ুয়া কাম্যা কার্তিকেয়ন।

এই বয়সে দ্বিতীয়বারের জন্য ছয় হাজার মিটারের বেশি উঁচু শৃঙ্গ জয় করে নজির গড়ল কাম্যা। গত ২৪শে অগষ্ট লাদাখের ৬,২৬২ মিটার উঁচু মাউন্ট মেন্টক মেন্টর কাঙরি টু শৃঙ্গটি জয় করেছে।

ছোটো থেকেই পাহাড় চড়ার নেশা কাম্যার। ২০১৭ সালে মাউন্ট স্টোক কাঙরি জয় করে কাম্যা। বিশ্বের সর্ব কনিষ্ট পর্বতারোহী হিসেবে কৃতিত্ব অর্জন করে সে। কাম্যার বাবা একজন নৌসেনা। এরইমধ্যে সেই নৌসেনার তরফ থেকে ট্যুইট করে শুভেচ্ছাও জানানো হয়েছে। দেওয়া হয়েছে সংবর্ধনা। তবে এখানেই শেষ নয়।

কাম্যার প্রধান লক্ষ্য বিশ্বের প্রতিটি মহাদেশে উচ্চতম শৃঙ্গ জয়ের দিকে এবং শুধু তাই নয় সেই দুই মেরুতে স্কিও করতে চায় ছোট্ট কাম্যা। তবে তাঁর পরবর্তী লক্ষ্য দক্ষিণ আমেরিকার উচ্চতম শৃঙ্গ মাউন্ট আকনকাগুয়া জয় করা। নৌসেনার তরফ থেকে ভবিষ্যতে কাম্যাকে যেকোনো বিষয়ে সাহায্যের আশ্বাস দেওয়া হবে বলে জানানো হয়েছে।