Date : 2024-04-27

“গো-মূত্রই ক্যান্সার প্রতিরোধের উপায়” বললেন দেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী…

ওয়েব ডেস্ক: ক্যান্সারের মতো মারণ রোগ যেন কোনো মানুষকেই তার জালে বাধা পড়তে না হয় সেই কামনাই করা হয়। তার বেশ কিছু কারণ আছে। যেমন এই রোগটিতে যেমন সেই রোগীর অত্যাধিক বেদনা থেকে শুরু করে, অজস্র টাকা বয়ে যায় নদীর জলের ন্যায়।

তবে সেই রোগের কবল থেকে আদৌ সুরাহা মিলবে কিনা সেই খোঁজ দিতে পারেননা খোদ ডাক্তাররাও। তবে এই তথকথিত ডাক্তাররা ছাড়াও বেশ কিছু মানুষ আছেন যাঁরা জানেন এই রোগের খুব সহজ একটি উপশম, তা হল গরুর মূত্র। হ্যাঁ, একদম সঠিকই পড়ছেন আপনি।

দেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণের মন্ত্রী অশ্বিনী কুমার চৌবে ঠিক এমনই একটি কথা বলে চমকে দিয়েছেন সারা দেশের মানুষদের। তিনি বলেছেন, “গরুর মূত্র ব্যবহার করা হয় বিভিন্ন ওষুধে। এছাড়াও গরুর মূত্র দূরারোগ্য রোগ যেমন ক্যান্সারও প্রতিরোধ করতে সাহায্য করে”।

গোমূত্র এর আগেও আয়ুর্বেদ, যোগা, সিদ্ধা, হোমিওপ্যাথি ইত্যাদিতে ব্যবহৃত হয়েছে। তবে বৈজ্ঞানিকভাবে একেবারেই এটি প্রমাণিত হয়নি এখনও যে গোমূত্র ক্যান্সার প্রতিরোধ করার ক্ষমতা রাখে। অশ্বিনী কুমারের এই বক্তব্যতে অবাক সাধারণ মানুষ।