Date : 2024-04-26

পুজো নিয়ে আগের রায়ে আংশিক পরিবর্তন হাইকোর্টের, পুজো মণ্ডপে বহাল নো এন্ট্রি

পুজো নিয়ে আগের রায়ে আংশিক পরিবর্তন করা হলেও মূল রায়ই বহাল রাখল কলকাতা হাইকোর্ট। ফোরাম ফর দুর্গোৎসব কমিটি এবং কয়েকটি পুজো কমিটির আবেদন মেনে রায় পুনর্বিবেচনা করে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। বুধবার শুনানির শেষে ডিভিশন বেঞ্চ স্পষ্ট ভাষায় জানায়, দর্শকশূন্যই থাকবে মণ্ডপ। পুজো মণ্ডপে বহাল থাকবে নো এন্ট্রি জোনও। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত অঞ্জলি, সন্ধি পুজো, সিঁদুর খেলাতেও কোনও ছাড় দিতে রাজি হয়নি আদালত। তবে স্বাস্থ্যবিধি মেনে ঢাকিদের নো এন্ট্রি জোনে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে।

বুধবার সওয়াল-জবাবের পরে সামান্য ছাড় দিয়ে কার্যত আগের রায়ই বহাল রাখে হাইকোর্ট। হাইকোর্টের নয়া নির্দেশ অনুযায়ী, ৩০০ বর্গ মিটারের বড় মণ্ডপে ক্লাব কর্তা, পুরোহিত মিলিয়ে ৬০ জনের তালিকা তৈরি করতে হবে। সেই তালিকার মধ্যে সর্বাধিক ৪৫ জন মণ্ডপে থাকতে পারবেন পুজোর কাজে অংশ নিতে। মাঝারি মণ্ডপের ক্ষেত্রে এই তালিকা হবে ৪৫ জনের, ছোট মণ্ডপের ক্ষেত্রে তালিকা ১৫ জনের। আদালতের নির্দেশ প্রতিদিন তালিকায় নাম পরিবর্তন করা যাবে।