Date : 2024-04-26

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থী বাইডেন, লড়াই দিচ্ছেন ট্রাম্পও

রিপাবলিকান নাকি ডেমোক্র্যাট, ডোনাল্ড ট্রাম্প নাকি জো বাইডেন। আগামী চার বছরের জন্য মার্কিন মুলুকের মসনদ কার। তারই ফল জানা যাবে খুব শিগগিরই। ইতিমধ্যেই ভোট গণনার ফলাফল আসতে শুরু করে দিয়েছে। আমেরিকার ৫০টি প্রদেশে মোট ইলেক্টরাল কলেজ রয়েছে ৫৩৮টি। সরকার গঠনের জন্য প্রয়োজন কমপক্ষে ২৭০টি ভোট। অর্থাৎ ম্যাজিক ফিগার হল ২৭০। সেই ২৭০ ম্যাজিক ফিগারের দৌড়ে আপাতত কিছুটা এগিয়ে ডেমোক্র্যাটদের প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন। বিভিন্ন সংবাদ মাধ্যমের হিসাব অনুযায়ী বাইডেন এখনও পর্যন্ত ২৩৮টি ইলেক্টরাল ভোটে এগিয়ে রয়েছেন। সেই তুলনায় ট্রাম্প এগিয়ে রয়েছেন ২১৩টি ভোটে। ডেমোক্র্যাট প্রার্থী বাইডেন এখনও পর্যন্ত জয়ী হয়েছেন নিউ হ্যাম্পশায়ার, নিউ ইয়র্ক, নিউ জার্সি, ওয়াশিংটন, ক্যালিফোর্নিয়া, কলোরাডো-সহ আরও কয়েকটি প্রদেশে। রিপাবলিকানরা জিতেছেন আলাবামা, নর্থ ডাকোটা, সাউথ ক্যারোলিনা, আরকানসাস, ইন্ডিয়ানা, কেন্টানকি-সহ আরও কয়েকটি রাজ্যে।