Date : 2024-04-26

মুখ্যসচিব ও ডিজিকে দিল্লিতে তলব স্বরাষ্ট্রমন্ত্রকের, চিঠিতেই জবাব রাজ্যের

রাজ্য সফরে বৃহস্পতিবার ডায়মন্ড হারবারে গিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। গন্তব্যে যাওয়ার পথে শিরাকোল বাসস্ট্যান্ডের কাছে নাড্ডার কনভয়ে থাকা কয়েকটি গাড়িকে লক্ষ্য করে ইটবৃষ্টি হয়। যা নিয়ে বিজেপি-তৃণমূল চাপানউতোর চরমে উঠেছে। তার থেকেও বড় কথা বিষয়টি প্রশাসনিক পর্যায়ে কেন্দ্র-রাজ্য সংঘাতের পরিস্থিতি তৈরি করেছে। রাজ্য পুলিশ জানিয়েছে, নাড্ডার কনভয়ে হামলা হয়নি। কনভয় থেকে অনেক দূরে থাকা গাড়িতে ইট ছোঁড়া হয়েছে। এই কাজ কারা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। রাজ্য পুলিশের এই বিবৃতিতে অবশ্য চিঁড়ে ভেজেনি। রাজ্যে আইনশৃঙ্খলা নিয়ে নবান্নের বিরুদ্ধে তোপ দেগেছেন রাজ্যপাল জগদীপ ধনকর। রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ও ডিজি বীরেন্দ্রকে বৃহস্পতিবার রাজভবনে তলব করেছিলেন রাজ্যপাল। এরপর দিল্লিতে একটি রিপোর্টও পাঠান রাজ্যপাল। এবার রাজ্যের আইনশৃঙ্খলা ও নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় মুখ্যসচিব ও ডিজিকে দিল্লিতে ডেকে পাঠানো হল। ১৪ ডিসেম্বর ওই দুই কর্তাকে দিল্লিতে ডেকে পাঠিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। যদিও শুক্রবার রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় চিঠি লিখে অব্যাহতি চেয়েছেন দিল্লি যাওয়া থেকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লাকে চিঠি লেখেন মুখ্যসচিব। জে পি নাড্ডার সফরের সময় রাজ্য প্রশাসন নিরাপত্তার জন্য কী কী ব্যবস্থা নিয়েছিল তা সবিস্তারে তুলে ধরেন তিনি। এরপর আরও দিল্লি যাওয়ার প্রয়োজন রয়েছে কিনা সেটাই ইঙ্গিতে বলা হয়েছে চিঠিতে। প্রশ্ন হল দিল্লি কি তা মানবে?