Date : 2024-04-26

মরুশহরেই বাকি আইপিএল

করোনা গেরোয় থমকে গিয়েছিল আইপিএল। মনখারাপ হয়েছিল তামাম ক্রিকেটভক্তের আইপিএল শিবিরে একের পর এক ক্রিকেটার করোনা আক্রান্ত হয়েছেন। ফলে বাধ্য হয়েই মাঝপথেই স্থগিত রাখতে হয়েছিল টুর্নামেন্টের বাকি ম্যাচগুলি। দেশে করোনা গ্রাফ এখনও চড়া। দৈনিক আক্রান্ত ও মৃতের পরিসংখ্যানে রেকর্ড তৈরি হচ্ছে দিনকে দিন। সংক্রমণে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন দেশি বিদেশি বহু নামজাদা ক্রিকেটার। এর মধ্যেই আইপিএল নিয়ে স্বস্তির খবর দিল বিসিসিআই। চলতি বছর সেপ্টেম্বর মরুশহর সংযুক্ত আরব আমিরশাহিতে বসতে চলেছে আইপিএলের বাকি 31টি ম্যাচের আসর।

শনিবার 29 মে বিসিসিআই-এর সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সংবাদ সংস্থাকে এই খবর জানান বিসিসিআই-এর সহ-সাধারণ সম্পাদক রাজীব শুক্লা। সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত চলবে টি-টোয়েন্টি ক্রিকেটের এই ধুঁয়াধার প্রতিযোগিতা। করোনাকে মাথায় রেখে কড়া বিধিনিষেধের মধ্যে অনুষ্ঠিত হবে আইপিএল। প্রতিটি ফ্র্যানচাইজি টিমের ক্রিকেটারদের মেনে চলতে হবে কোভিড সংক্রান্ত যাবতীয় নিয়ম। উল্লেখ্য, 2020 আইপিএল হয়েছিল মরুশহরে।

সংক্রমণ আবহের মধ্যেও টুর্নামেন্ট শেষ করাতে পারায় সাফল্য পেয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। যদিও আইপিএলকে সরাতে শুধু করোনাকেই ঢাল করছে না বিসিসিআই। বিসিসিআইয়ের তরফ থেকে জানানো হয়েছে, সেপ্টেম্বর-অক্টোবরে দেশের বেশিরভাগ অঞ্চলেই বরষার মরশুম থাকে। ফলে তখন টুর্নামেন্ট হলে বৃষ্টির কারণে তা ভেস্তে যেতে পারে। তবে এখনই বাকি আইপিএলের দিনক্ষণ স্থির করেনি বিসিসিআই। সব মিলিয়ে মরুশহরে টি-20 ক্রিকেটের মেগা টুর্নামেন্ট ঘোষণা হওয়ায় খুশির হাওয়া ক্রিকেট ভক্তদের মহলে।