Date : 2024-04-27

প্রথমবার শ্রোতাদের শ্যামা সঙ্গীত উপহার দিলেন সঙ্গীতশিল্পী নচিকেতা চক্রবর্তী

রাকেশ নস্কর, রিপোর্টার : শ্যামা মায়ের আগমনের আগেই শ্রোতাদের শ্যামা সঙ্গীত উপহার দিলেন সঙ্গীতশিল্পী নচিকেতা চক্রবর্তী।  প্রথমবার শ্যামাসঙ্গীতে কণ্ঠ দিলেন তিনি। এর আগেও বাংলার বহু কিংবদন্তি শিল্পীরা কণ্ঠ দিয়েছেন শ্যামাসঙ্গীতে। এবার নতুন লেখা গানে শ্যাম সঙ্গীত শোনালেন নচিকেতা।গানটি লিখেছেন গোবিন্দ প্রামানিক।কম্পোজ করেছেন রাজকুমার রায়।মিউজিক অ্যারেঞ্জ করেছেন অয়ণ মুখোপাধ্যায়। সিনেমাটোগ্রাফির দায়িত্বে ছিলেন জ্যোতির্ময় দত্ত।সোমবার সেই শ্যামসঙ্গীত  প্রকাশ পেল সঙ্গীতশিল্পী হৈমন্তী শুক্লা, নচিকেতা চক্রবর্তী, ইমন চক্রবর্তীর উপস্থিতিতে।ছিলেন শ্যামসঙ্গীতের কলাকুশলীরাও।

নচিকেতা চক্রবর্তী জানান, “শ্যামসঙ্গীতে তাঁর প্রথম অভিজ্ঞতা।কেমন হয়েছে তা শ্রোতারা বলবেন।অবশ্যই ভালো লাগছে এটা ভেবে, ধনঞ্জয় বাবু, পান্নালাল বাবুদের তালিকায় তাঁরও নাম যুক্ত হল।”সঙ্গীতশিল্পী হৈমন্তী শুক্লা জানিয়েছেন, “সব ধরণের গান খুব ভালো গায় নচিকেতা।যেমন সুন্দর সুর হয়েছে।তেমনই সুন্দর গান করেছেন নচিকেতা।” ইমন চক্রবর্তী জানান,” নচি দা শ্যামসঙ্গীত গাইছে।সাধারণ প্রেমের গানে শোনা যায় তাঁকে।প্রেম ভক্তি দেখেছি, এখন ভক্তি প্রেম দেখছি ।”

দিপাবলী ও কালিপুজোর আগে নচিকেতা চক্রবর্তীর শ্যাম সঙ্গীত মানুষের মনে জায়গা করে নেবে  সেই আশাই করছেন বিশিষ্ট শিল্পীবৃন্দ।