Date : 2024-04-29

Kolkata Municipal Corporation Election 2021 : ৬৮ তে প্রার্থী কে ? এখনো দোটানায় তৃণমূল

সঞ্জু সুর, রিপোর্টার : কলকাতা পুরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা শেষ হতে আর ২৪ ঘন্টাও বাকি নেই। বুধবার শেষ দিন, কিন্তু মঙ্গলবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত পুরসভার ৬৮ নম্বর ওয়ার্ডের জন্য তৃণমূল কংগ্রেসের পক্ষে কেউ মনোনয়ন জমা দেন নি। বিভ্রান্ত ওয়ার্ডের কর্মিরা।

২৬ তারিখ প্রায় ঘন্টা তিনেক বৈঠকের শেষে তৃণমূল মহাসচিব সন্ধ্যা সাতটায় সাংবাদিক সম্মেলন করে জানান কলকাতা পুরসভা নির্বাচনের জন্য সর্বসম্মতিক্রমে প্রার্থী চয়ন করা হয়েছে। তালিকায় সম্মতি দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। তার‌ও ঘন্টা দুয়েক পর তৃণমূল কংগ্রেসের যে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয় তাতে দেখা যায় ৬৮ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর তথা কো-অর্ডিনেটর সুদর্শনা মুখোপাধ্যায়ের জায়গায় প্রার্থী করা হয়েছে সদ্য প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের বোন প্রাক্তণ কাউন্সিলর তনিমা চ্যাটার্জিকে। নাম ঘোষণা হ‌ওয়ার পর প্রচারেও নেমে পড়েছিলেন তনিমা চ্যাটার্জি। কিন্তু তারপরেই নাকি তাঁকে প্রচার করতে বারণ করা হয় দলের তরফ থেকে। সূত্রের খবর, সুব্রত মুখোপাধ্যায়ের আরেক আত্মীয়কে প্রার্থী করবার জন্য সটান নেত্রীর কাছেই দরবার যায় প্রয়াত মন্ত্রীর পরিবারের পক্ষ থেকে। তারপরেই নাকি তনিমা চ্যাটার্জিকে প্রচার করতে বারণ করা হয়। কিন্তু তারপর থেকে সময় চলে গেলেও ৬৮ নম্বরে প্রার্থী কে হবেন তা এখনো ঠিক করে উঠতে পারেনি তৃণমূল কংগ্রেস। দলের দক্ষিণ কলকাতা জেলা সভাপতি দেবাশীষ কুমারের অবশ্য বক্তব্য, দল সঠিক সময়েই সঠিক সিদ্ধান্ত নেবে। প্রয়াত মন্ত্রীর পরিবারের আভ্যন্তরীণ মন কষাকষির ফলে সেই সিদ্ধান্ত কি তবে সুদর্শনা মুখোপাধ্যায়ের টিকিট কনফার্ম করে দেবে ! অপেক্ষায় ৬৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মিরা।