Date : 2024-04-27

পরিবহন দফতরে চাকরি পাইয়ে দেওয়ার নামে আর্থিক প্রতারণায় গ্রেফতার পরিবহন সচিবের প্রাক্তন পিয়ন

সঞ্জনা লাহিড়ী, রিপোর্টার : পরিবহন দফতরে চাকরি পাইয়ে দেওয়ার নামে ৩০ লক্ষ টাকা প্রতারণায় গ্রেফতার এক ব্যক্তি। বাকি ৩ অভিযুক্তের খোঁজে পুলিশ। পরিবহন দফতরে চাকরি পাইয়ে দেওয়ার নামে ৩০ লক্ষ টাকার প্রতারণায় গ্রেফতার ১ । ধৃত তারকনাথ চক্রবর্তী ২০১৯ সালে অবসর নেন…পরিবহন সচিবের পিয়ন হিসেবে কাজ করতেন তিনি বলে জানা গেছে। সুপ্রিয়া মান্না নামে এক মহিলা তারকনাথ চক্রবর্তী ও আরও তিনজনের নামে প্রতারণার অভিযোগ দায়ের করেন চারু মার্কেট থানায়।

ধৃত ব্যক্তি ৭ লক্ষ টাকা নেন সুপ্রিয়া দেরাজ্য সরকারের পরিবহন দফতরে চাকরি পাইয়ে দেওয়ার নামে একাধিক ব্যক্তিকে প্রতারণার অভিযোগ তারকনাথ চক্রবর্তী সহ ৩ জনের বিরুদ্ধে। পরিবহন সচিবের আপ্তসহায়কের পিয়ন ছিলেন অভিযুক্ত বলে জানা গেছে। টালিগঞ্জের বাসিন্দা সুপ্রিয়া মান্না নামে এক মহিলা চারু মার্কেট থানায় লিখিত অভিযোগ করেন তারকনাথ চক্রবর্তী সহ আরও ৩ জনের বিরুদ্ধে। সুপ্রিয়া দেবীর ছেলে ও ভাইঝিকে পরিবহন দফতরে চাকরি পাইয়ে দেওয়ার নামে ৭ লক্ষ টাকা আত্মসাৎ করে বলে অভিযোগ। আরও বেশ কয়েকজনের সঙ্গে একই ভাবে প্রতারণা করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।পরিবহন দফতরের ভুয়ো নথিপত্র তৈরি করে দেওয়া হয় প্রতারিতদের। প্রায় ৩০ লক্ষ টাকা প্রতারণা করে পর্ণশ্রীর বাড়ি থেকে গা ঢাকা দেয় বলে অভিযোগ তাঁর বিরুদ্ধে। । বসবাস শুরু করেন দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা এলাকায়। ২০১৯ সালে অবসর গ্রহণ করেন অভিযুক্ত। তারপরেও প্রতারণা চালিয়ে যাচ্ছিলেন ধৃত তারকনাথ। গোপন সূত্রে খবর পেয়ে দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন প্রান্তে অভিযান চালায় চারু মার্কেট থানার পুলিশ। অবশেষে পিয়ালী এলাকা থেকে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। কতজনের থেকে প্রতারণা করা হয়েছে? মোট জালিয়াতির টাকার পরিমাণ ৩০ লক্ষ নাকি আরও বেশি তা খতিয়ে দেখছে পুলিশ।