Date : 2024-04-27

বইমেলায় নতুন আঙ্গিককে এসএফআই-এর ছাত্রসংগ্রাম।

নাজিয়া রহমান, সাংবাদিক ঃ শিক্ষা, সংবিধান ও দেশ বাঁচানোর দাবিতে জাঠা কর্মসূচিতে হাজার হাজার মাইল পথ হেঁটেছে এসএফআই এর সদস্যরা। এবার বইমেলাতেও বইপ্রেমী মানুষদের মধ্যে নিজেদের ভাবধারাকে ছড়িয়ে দিতে চাই তারা। ৫১৬ নম্বর স্টল ছাত্রসংগ্রামের। সেই স্টল সেজে উঠেছে বাম ঘরানায়। যা অন্যতম আকর্ষণীয় হয়ে উঠেছেন মানুষের কাছে।

কখনও আনিশ খানের মৃত্যুর বিচার চেয়ে আবার কখনও শিক্ষাঙ্গন খোলার দাবিতে ওরা বিক্ষোভ দেখিয়েছে রাজপথে। কলকাতা আন্তর্জাতিক বইমেলায় ৫১৬ নম্বর স্টলে গেলে পাওয়া যাবে সেই সকল কর্মসূচির ছাপ। ভারতীয় ছাত্র ফেডারেশন অর্থাৎ এসএফআই-এর স্টল এটি। স্টলের নাম ছাত্রসংগ্রাম। যেখানে পরতে পরতে ছড়িয়ে আছে মাকর্সবাদ, লেলিনবাদের উপকথা। যা বেশ নজর কাড়ছে বইপ্রেমীদের।

প্রতিবছরই বামপন্থী বইয়ের পসরা সাজিয়ে বই মেলায় স্টল দেয় এসএফআই এর সদস্যরা। যেখানে বই ছাড়াও নতুন প্রজন্মের কাছে নিজেদের ভাবধারাকেও ছড়িয়ে দেওয়ার প্রয়াস লক্ষ্য করা যায় বাম ছাত্রযুবদের মধ্যে। অন্যবছরের তুলনায় এবার অনেক বেশি মানুষ এই স্টলে ভিড় করছেন বলে মত এসএফআই -এর সদস্যদের।

এই স্টলে লেনিন বা মার্কসবাদ বইয়ের পাশাপাশি রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর ছবি, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের লেখা বই। এসএফআই-এর ছাত্র সংগ্রামের বিবিধ বই। রয়েছে টিশার্ট, ক্যাপ, বুকমার্ক। বইমেলায় এই স্টলের প্রতিটি জিনিসই মানুষ বেশ পছন্দ করছেন বলে মত এসএফআই সদস্যদের।