Date : 2024-04-26

সরানো হল অমর জওয়ান জ্যোতি

রিমিতা রায়, নিউজ ডেস্ক : ৫০ বছর পরে নিভতে চলেছে নয়াদিল্লির ইন্ডিয়া গেটের অমর জওয়ান জ্যোতির অনির্বাণ শিখা। ১৯৭২ সাল থেকে ইন্ডিয়া গেটে অমর জওয়ান জ্যোতি রয়েছে। শুক্রবারই সেই অগ্নিশিখা নিয়ে যাওয়া হল নবনির্মীত ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহিদ ভারতীয় সেনাদের স্মৃতিতে তত্কালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সরকার প্রতিষ্ঠা করেছিল অমর জওয়ান জ্যোতি। ১৯৭২ সালের ২৭ জানুয়ারি ইন্দিরা অমর জওয়ান স্মৃতিসৌধের উদ্বোধন করেছিলেন স্বয়ং ইন্দিরা গান্ধী। সবসময় জ্বলতে থাকা আগুনের শিখার এবার ঠিকানা বদলালো। তা চলে গেল ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে বাংলার পাঠানো নেতাজি বিষয়ক ট্যাবলো খারিজ নিয়ে বিতর্ক অব্যাহত। প্রজাতন্ত্র দিবসে পশ্চিমবঙ্গের ট্যাবলো বাতিলের ইস্যু এবার গড়িয়েছে আদালতে। নেতাজির থিমে প্রস্তাবিত বাংলার ট্যাবলো বাতিল নিয়ে কেন্দ্র-রাজ্য তরজা জারি ছিল আগের থেকেই। আর এবার এই বিতর্ক নিয়ে মামলা দায়ের করা হয়েছে কলকাতা হাইকোর্টে।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা দায়ের হয়। মামলার শুনানি হতে পারে আগামী সপ্তাহে। হাজারো বিতর্কের মাঝেই নেতাজিকে নিয়ে নয়া ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইন্ডিয়া গেটে বসতে চলেছে নেতাজির মূর্তি। টুইট করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে দিল্লির ইন্ডিয়া গেটে নেতাজির একটি পূর্ণবয়ব মূর্তি বসাবে কেন্দ্রীয় সরকার। মূর্তিটি গ্রানাইট পাথরে তৈরি হবে। তবে যতদিন না পর্যন্ত মূর্তি তৈরি হচ্ছে ততদিন সেখানে একটি হলোগ্রাম মূর্তি থাকবে। রবিবার সেই হলোগ্রাম মূর্তির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। টুইটে প্রধানমন্ত্রী লিখেছেন, যখন সমগ্র দেশ নেতাজির জন্মজয়ন্তী উদযাপনের কথা ভাবছে, তখনই অত্যন্ত আনন্দের সঙ্গে আমি জানাচ্ছি, দিল্লির ইন্ডিয়া গেটে গ্রানাইটের তৈরি নেতাজির বিশাল একটি পূর্ণাবয়ব মূর্তি বসানো হবে। ভারত যে নেতাজির কাছে ঋণী, সেই প্রতীক হিসেবে মূর্তিটি সেখানে থাকবে।