Date : 2024-04-30

নেতাজির ১২৫ তম জন্মবার্ষিকীর আগে নেতাজির মূর্তির চাহিদা তুঙ্গে

শাহিনা ইয়াসমিন, রিপোর্টার : নেতাজির ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রচুর মূর্তি গড়ার বরাত এসেছে কুমোরটুলিতে। প্রতিবছরই কমবেশি মনীষীদের মূর্তি গড়ার কাজ হয়। তবে এবার নেতাজির মূর্তির বরাতের সংখ্যা অন্যবারের চেয়ে বেশি। চরম ব্যস্ততা রয়েছে শিল্পীদের মধ্যে।
তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। তাঁর কণ্ঠে এই ডাক শুনেই পথে বেরিয়ে পড়েছিলেন দেশপ্রেমীরা। দেশকে পরাধীনতার শিকলমুক্ত করতে ইংরেজ শাসকের বিরুদ্ধে লড়াইয়ে বিপ্লবীদের উদ্বুদ্ধ করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। দেশজুড়ে বিভিন্ন জায়গায় মহান এই বিপ্লবীর ১২৫তম জন্মবার্ষিকী পালিত হবে। সেজন্যই ব্যাপক চাহিদা নেতাজির মূর্তির। কোথাও আবক্ষ মূর্তি, কোথাও আবার পূর্ণায়ব মূর্তির চাহিদা। সবমিলিয়ে চূড়ান্ত ব্যস্ততা কুমোরটুলিতে। প্রতিবছর ১২ মাস মনীষীদের মূর্তি তৈরি হয়ে থাকে কুমোরটুলিতে। তবে এবছর নেতাজির মূর্তি তৈরির বরাত এসেছে সবচেয়ে বেশি। বেশিরভাগ শিল্পীদের ঘরেই তৈরি হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর নানান ধরণের মূর্তি।

26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রেড রোডে প্রদর্শনী হবে। সেই উপলক্ষে ট্যাবলোতে নেতাজির বিশাল মূর্তি বসিয়ে চলবে প্রদর্শনী। ওই মূর্তির কাজও চলছে কুমোরটুলিতে। পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তের ক্লাব থেকে নেতাজির মূর্তি তৈরির বরাত এসেছে। শেষ তুলির টান দিচ্ছেন কুমোরটুলির শিল্পীরা।
আর কয়েকটা দিন। তারপর মূর্তিগুলির কাজ সম্পূর্ণ করে তুলে দেওয়া হবে বরাত দেওয়া ক্লাব কর্তৃপক্ষের হাতে। তারপরই স্বস্তির নিঃশ্বাস ফেলবেন শিল্পীরা।