Date : 2024-05-08

এসো মা লক্ষ্মী, সন্ধ্যা মুখোপাধ্যায়ের চিরকালীন সেই গান

রিমিতা রায়, নিউজ ডেস্ক : লক্ষ্মীপুজো আসলেই এই গান ঘরে ঘরে বাজে। যে গান শুনলেই মনে হয় স্বয়ং মা লক্ষ্মী ঘরে বিরাজমান। ধূপ-ধুনো, শঙ্খের আওয়াজের সঙ্গে এই গানের সুর মিশে গিয়েছে অনেক দিন আগেই। সেই গান মা লক্ষ্মীর সঙ্গে পায়ে পায়ে বাংলার ঘরে প্রবেশ করেছে বহুকাল। এসো মা লক্ষ্মী বসো ঘরে। কালজয়ী সব গানের মধ্যে এই গানটি যেন আমাদের হৃদয়ে দাগ কেটে গিয়েছে। গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে গানটি আজও সমান জনপ্রিয়। গানটি রচনা করেন শিল্পী মিল্টু ঘোষ। সুর দেন অমল মুখোপাধ্যায়।

আজও মা লক্ষ্মীকে বরণ করতে ঘরে ঘরে মহিলারা গেয়ে ওঠেন……

শঙ্খ বাজিয়ে মা কে ঘরে এনেছি
সুগন্ধি ধূপ জ্বেলে আসন পেতেছি
প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে
আমার এ ঘরে থাকো আলো করে
সন্ধ্যা নামলেই লক্ষ্মীর আরাধনা শুরু হয়। কোজাগরী পূর্ণিমার চাঁদের আলোর সঙ্গে আকাশে বাতাসে যেন ভাসতে থাকে …….
আলপনা এঁকে তোমায় সাজিয়ে দিলাম পট
আমের পল্লব দিলাম জল ভরা ঘট
পান সুপারি সিঁদুর দিলাম দুহাত ভরে
ধনধান্যে ভরো আমার এ ঘরে
সুরের দুনিয়া থেকে বিদায় নিলেন গীতশ্রী। তবে তাঁর গানের মাধ্যমে সঙ্গীত জগত আলো করে রাখবেন সন্ধ্যা মুখোপাধ্যায়। জনম জনম ধরে, এসো মা লক্ষ্মীর মতো গান রয়ে যাবে বাংলার সংস্কৃতিতে।