Date : 2024-04-26

ভয়াবহ অগ্নিকাণ্ড ওষুধ কারখানায়, মৃত ৬

পৌষালী সেনগুপ্ত, নিউজ ডেস্ক ঃ অন্ধ্রপ্রদেশে একটি ওষুধের কারখানায় ভয়াবহ আগুন লেগে ৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১২ জন। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে গ্যাস লিক করে এই দুর্ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার মধ্যরাতে অন্ধ্রের পশ্চিম গোদাবরী জেলার আক্কিরেড্ডিগুডেমে ওই ওষুধের কারাখানার চার নম্বর ইউনিটে যখন আগুন লাগে সেই সময় কারখানায় ১৮ জন শ্রমিক কর্মরত ছিলেন। দ্রুত খবর দেওয়া হয় দমকলে। প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রথমে আগুনের ফুলকি দেখে খবর যায় দমকলে। বেশ কিছুক্ষণ পর দমকল আসে ঘটনাস্থলে। প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করে স্থানীয়রা। পরে দমকল এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।ঘটনাস্থলে আসে পুলিশ। পুলিশের তরফে জানানো হয় মৃত ছ’জনের মধ্যে চার জনই বিহারের পরিযায়ী শ্রমিক। মৃতেরা হলেন উদুরুপতি কৃষ্ণাইয়া, বি কিরণ কুমার, কারু রবি দাস, মনোজ কুমার, সুবাস রবি দাস এবং হাবদাস রবি দাস।ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী জগমোহন রেড্ডি।মৃতদের পরিবারের সদস্যদের জন্য ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন তিনি। গুরুতর আহতদের জন্য ৫ লক্ষ টাকা এবং অল্প আহতদের জন্য দু’লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেন তিনি। আহতদের চিকিৎসার উপর নজর রাখার জন্য তিনি আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বৃহস্পতিবার এই ঘটনায় বেশ আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। কিন্তু এই ধরণের ঘটনা ঘটল কি ভাবে তা নিয়ে প্রশ্ন উঠেছে সকলের। কারণ মধ্যরাতে এই ধরণের ভয়াবহ ঘটনার কারণ কি বা কিভাবেই এই আগুন লাগল তা নিয়েই উঠছে প্রশ্ন।