Date : 2024-04-26

মূল্যবৃদ্ধির ছ্যাঁকায় জেরবার নিম্ন ও মধ্যবিত্ত

মাম্পি রায়, নিউজ ডেস্ক :-ডাল ভাত জোগাড় করতেও পকেটে টান পড়ছে সাধারণ নিম্ন ও মধ্যবিত্তের। প্রতি কেজি চাল ও ডালের দাম 10 থেকে 20টাকা করে বৃদ্ধি পেয়েছে। পাল্লা দিয়ে বেড়েছে সবজির দামও। কী খেয়ে পেট চলবে, সেই চিন্তাই ভাবাচ্ছে সাধারণ মানুষকে।

কথায় আছে মাছে ভাতে বাঙালি। তবে এই দুর্মূল্যের বাজারে যে হারে সমস্তকিছুর দাম উর্ধ্বমুখী, সেদিকে তাকিয়ে সাধারণ নিম্ন ও মধ্যবিত্তের পেট ভরানোর ন্যূনতম চাহিদা হল ভাত-ডাল এবং আলুসেদ্ধ। তাও ক্রমশ সাধারণের নাগালের বাইরে চলে যাচ্ছে। প্রতি কেজি চাল ও ডালের দামেও 10 থেকে 20টাকা করে বৃদ্ধি পেয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক চাল ও ডালের দাম-
ডাল-ভাতেও মূল্যবৃদ্ধির ছ্যাঁকা

মিনিকিট চাল – 52 টাকা / কেজি
বাসমতি চাল – 80 টাকা / কেজি
মুসুর ডাল – 120 টাকা / কেজি
মুগ ডাল – 200 টাকা / কেজি
সোনা মুগ – 240 টাকা / কেজি
পাল্লা দিয়ে বেড়েছে আলু- পেঁয়াজের দামও৤ কলকাতার যদুবাবুর বাজারে প্রতি কেজি
আলুর দাম 20 থেকে বেড়ে 24 টাকায় পৌঁছেছে৤ বেড়েছে পেঁয়াজের দামও৤ বৃষ্টি হলে এই দাম আরও বাড়বে বলে মনে করছেন বিক্রেতারা৤

আরও দামি আলু- পেঁয়াজ
জ্যোতি আলু – 24 টাকা / কেজি
চন্দ্রমুখী আলু – 35 টাকা / কেজি
পেঁয়াজ – 25 টাকা / কেজি
একনজরে দেখে নেওয়া যাক সবজির দাম-
সবজির দামে ছ্যাঁকা
পাতিলেবু- 10/ পিস
কাঁচালঙ্কা- 100টাকা / কেজি
পটল- 50-60টাকা / কেজি
ঝিঙে- 60টাকা / কেজি
বেগুন- 60টাকা / কেজি
সজনে ডাঁটা- 100টাকা/ কেজি
করলা- 50টাকা / কেজি
গাজর- 40টাকা / কেজি
বাঁধাকপি- 40টাকা / পিস
ফুলকপি- 40টাকা/ পিস
ঢেঁড়শ- 40টাকা/ কেজি
লাউ- 30টাকা/ পিস
শসা- 50টাকা / কেজি
শাক-সবজির দাম অনেকটা কমেছিল৤ তবে পয়লা বৈশাখের আগে ফের বাড়ে বাজারদর৤ পকেট ভরে টাকা নিয়ে গেলেও, বাজারের থলি ভরাতে পারছেন না সাধারণ মধ্যবিত্ত৤ পেট্রপণ্যের পাশাপাশি সার, কীটনাশকের মূল্যবৃদ্ধির জেরে সবজির দাম বাড়ছে বলে মনে করছেন ব্যবসায়ীদের একাংশ৤ বৃষ্টি হলে দাম আরও বাড়বে বলে মনে করছেন বিক্রেতারা৤ । সবমিলিয়ে কবে এই মূল্যবৃদ্ধি থেকে রেহাই মিলবে, সেই প্রশ্ন নিম্ন ও মধ্যবিত্তদের মুখে মুখে৤