Date : 2024-04-26

লিভারপুলের মুখোমুখি ভিয়ারিয়াল, অঘটনের আশায় স্প্যানিশরা

মৈনাক মিত্র, সাংবাদিক : বুধবার ভারতীয় সময় রাত 12.30টায় অ্যানফিল্ডে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে খেলতে নামছে লিভারপুল এবং ভিয়ারিয়াল। প্রথম লেগের ম্যাচে ঘরের মাঠে এগিয়ে থেকেই শুরু করবে য়ুরগেন ক্লপের ছেলেরা। এখনও পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলকে শক্ত প্রতিদ্বন্দীর মুখোমুখি হতে হয়নি। নকআউটে ইন্টার মিলান এবং বেনফিকাকে হারিয়েই সেমিতে এসেছে সালাহ- মানেরা। জায়ান্ট কিলার ভিয়ারিয়ালের বিপক্ষে ঘরের মাঠে জিততে না পারলে পরে কাজটা কঠিন হয়ে যাবে। সেকথা মাথায় রেখেই তিন অ্যাটাকারকে সামনে রেখেই ছক সাজাচ্ছেন ক্লপ। সেরকম কোনও বড় চোটাঘাত নেই দলে। ফলে পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামতে পারবে লিভারপুল। 4-3-2-1 ছকে ঘরের মাঠে দল সাজাতে পারেন য়ুরগেন ক্লাব। কয়েকদিন আগেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, ম্যাঞ্চেস্টার সিটি, এভার্টনকে হারানোয় আত্মবিশ্বাসের দিক থেকেও অনেকটা ভালো জায়গায় রয়েছে দিয়েগো জোটা, থিয়াগো আলকান্তারা, ফ্যাবিনহোরা।

বায়ার্ন মিউনিখকে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ছিটকে দিয়ে টগবগ করে ফুটবল ভিয়ারিয়াল। উনাই এমেরির ছেলেরা, এবারের চ্যাম্পিয়ন্স লিগের নকআউটে দুরন্ত ফুটবল খেলছে। রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচে জুভেন্তাসকে ছিটকে দিয়ে এবারের লিগে জায়ান্ট কিলার তকমা নিয়েছে তাঁরা। লিভারপুলের বিপক্ষে আওয়ে ম্যাচে তাই তাঁদের লক্ষ্যে স্রেফ একটা পয়েন্ট। ম্যাচ না হেরে, অ্যানফিল্ড থেকে ফিরতে চাইছেন পেনা-জর্জেনসনরা। সালাহ-মানেকে রুখতেও মিডফিল্ডে আলাদা ছক কষে রাখছেন উনাই এমেরি।